ভারী বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত দেশ, মৃত ৭

একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে নেপালে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। নেপালের পশ্চিমাঞ্চলে আজ শনিবার দুবার ভূমিধসের (Landslide) ঘটনা ঘটে গেল। এদিকে এই ভূমিধসের…

একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে নেপালে। এবারও তার ব্যতিক্রম ঘটল না। নেপালের পশ্চিমাঞ্চলে আজ শনিবার দুবার ভূমিধসের (Landslide) ঘটনা ঘটে গেল। এদিকে এই ভূমিধসের কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে সাতজনের।

নেপালের গুলমি জেলার মালিকা গ্রামীণ পৌরসভায় ভূমিধসে একটি বাড়ি ভেসে গিয়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। পৌরসভার চেয়ারম্যান দেবী রাম আরিয়াল বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং এতে অনেকের মৃত্যুও হচ্ছে। জেলা পুলিশের মুখপাত্র ইন্দ্র বাহাদুর রানা জানান, সিয়াংজা জেলার ফেদিখোলা গ্রামীণ পৌরসভায় ভূমিধসে মা ও মেয়ে নিহত হয়েছেন।

   

নেপালে ১০ জুন থেকে বর্ষা মৌসুম শুরু হয়েছে। এদিকে ভারী বৃষ্টি, ভূমিধস সব মিলিয়ে এখনও অবধি মৃতের সংখ্যা ৩৪ এ পৌঁছেছে। নেপালের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভারতীয়ের। ভারতীয়রা বিহারের পূর্ব চম্পারণ জেলার বাসিন্দা, তাদের একজনের নাম তামান্না শেখ (৩৫) এবং অন্যজনের নাম ইরফান আলম (২১)। নেপাল পুলিশের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়েছে। ইস্ট-ওয়েস্ট হাইওয়ের পাশে চন্দ্রনিগপুর সেকশনে পাহাড়ি রাস্তা থেকে তাঁর গাড়ি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে খবর।

এর আগে গত মার্চে নেপালের বাগমতী প্রদেশে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। সেইসময়ে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এদিকে বাসটি নদীতে পড়ে গেলে একজন মহিলা সহ অন্তত সাতজন নিহত ও ৩০ জন আহত হন।