Attack on Gaza: ইজরায়েলি সুরক্ষা বলয় ভাঙা হামাসের প্যারাস্যুট বাহিনীর নেতা মুরাদ মৃত

ফিলিস্তিনি গোষ্ঠি হামাসের রক্তাক্ত হামলার পর প্রত্যাঘাত চলছে ইজরায়েলের।এয়ারস্ট্রাইকে মৃত হামাসের শীর্ষ নেতা। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, গাজায় লাগাতার এয়ারস্ট্রাইক চালানো হচ্ছে।সেই বিমান…

Attack on Gaza: ইজরায়েলি সুরক্ষা বলয় ভাঙা হামাসের প্যারাস্যুট বাহিনীর নেতা মুরাদ মৃত

ফিলিস্তিনি গোষ্ঠি হামাসের রক্তাক্ত হামলার পর প্রত্যাঘাত চলছে ইজরায়েলের।এয়ারস্ট্রাইকে মৃত হামাসের শীর্ষ নেতা। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, গাজায় লাগাতার এয়ারস্ট্রাইক চালানো হচ্ছে।সেই বিমান হামলায় হামাসের নেতা প্রধান মুরাদ আবু মুরাদ নিহত। হামলায় হামাসের দফতর ভেঙেছে।

টাইমস অব ইজরায়েলের খবরে বলা হয়, ইজরায়েল-প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে হামাস পরিচালনের দায়িত্বে ছিল আবু মুরাদ। গত শনিবার হামাস গোষ্ঠি যে গণহত্যা ঘটিয়েছিল ইজরায়েলে সেটি পরিচালনায় বড় ভূমিকা নিয়েছিল মুরাদ। জানা গিয়েছে, মূলত গাজা থেকে হ্যান্ড গ্লাইডার ও প্যারা গ্লাইডারে করে যে হামাস জঙ্গিরা ইজরায়েলে প্রবেশ করায় তাদের নেতৃত্ব দিয়েছিল আবৃু মুরাদ।

Advertisements

আইডিএফ জানিয়েছে, তারা হামাসের কয়েক ডজন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। গত শনিবার থেকে হামাস ইজরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। হাজার হাজার লোককে হত্যা করেছে। জবাব দিয়েছে ইজরায়েলেও। ইজরায়েল -প্যালেস্টাইন যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় তিন হাজারের বেশি সাধারণ মানুষ মারা গিয়েছে।