Israel Hamas War: ইজরায়েলি বোমার আঘাতে খতম আর এক হামাস প্রধান

গাজা উপত্যকায় হামাস আক্রমণের পর শুরু হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ। এখনও চলছে গোলাবৃষ্টি। মুহুর্মুহু ইজরায়েলি গোলাবর্ষণে কাঁপছে গাজা উপত্যকা। টানা নয় দিন পর বড় জয় পেল…

গাজা উপত্যকায় হামাস আক্রমণের পর শুরু হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ। এখনও চলছে গোলাবৃষ্টি। মুহুর্মুহু ইজরায়েলি গোলাবর্ষণে কাঁপছে গাজা উপত্যকা। টানা নয় দিন পর বড় জয় পেল ইজরায়েলি নিরাপত্তা বাহিনী। হামাস জঙ্গি গোষ্ঠীর আরও এক শীর্ষ কমান্ডারকে হত্যা করল ইজরায়েল। শনিবার রাতে ইজরায়েলের বিমান হামলায় দক্ষিণ খান ইউনিস ব্যাটালিয়নের নাহবা বাহিনীর শীর্ষ কমান্ডার বিলাল আল-কাদরাকে হত্যা করেছে ইজরায়েলের বায়ুসেনা।

Advertisements

ইজরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, শনিবার রাতে ইজরায়েলি এয়ার ফোর্সের ফাইটার জেট দক্ষিণ ইজরায়েলে এয়ারস্ট্রাইক চালায়। বোমার আঘাতেই মৃত্যু হয় নাহবা বাহিনীর সাউর্থান খান ইউনিস ইউনিটের প্রধান বিলাল আল কাদরের। ইজরায়েল বায়ুসেনার তরফে এক্স (পূর্বে টুইটার )হ্যান্ডেলে ভিডিয়োও পোস্ট করে একথা জানানো হয়।

   

ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসে কাজ করার পাশাপাশি কাদরা প্যালেস্তাইনে ইসলামিক জিহাদ সংগঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। জানা গিয়েছে, ইজরায়েলের সীমান্তবর্তী দুটি গ্রাম নিরিম ও নির ওজে হামলা চালানোর দায়িত্বে ছিলেন বিলাল আল কাদর। বহুমানুষের হত্যার পেছনে এই জঙ্গি নেতার হাত ছিল।

উল্লেখ্য,২০০৫ সালে তাঁকে ইজরায়েলিদের অপহরণ ও খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে অবশ্য গিলাদ সালিট বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পায় বিলাল।

ইজরায়েলি বাহিনী এবং হামাস জঙ্গিদের মধ্যে চলমান যুদ্ধে মৃতের সংখ্যা বেড়েই চলছে। উভয়পক্ষের প্রায় ৩০০০ এর উপরের সাধারণ মানূষ মারা গিয়েছেন।