হত্যাকারী কে? হামাস ‘জঙ্গি’ প্রধানের মৃতদেহ মাটি পাবে কাতারে

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: ঝলমলে দোহা শহরের অভ্যন্তরে তালিবান সংগঠনের সদর দফতর আছে। এই সংগঠনটি বর্তমানে আফগানিস্তানের শাসক। তাদের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে কাতার সরকার।…

Hamas leader Ismail Haniyeh killed in Iran

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: ঝলমলে দোহা শহরের অভ্যন্তরে তালিবান সংগঠনের সদর দফতর আছে। এই সংগঠনটি বর্তমানে আফগানিস্তানের শাসক। তাদের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে কাতার সরকার। নব্বই দশকে সোভিয়েত রাশিয়াকে রুখতে তালিবানের মদতদাতা ছিল আমেরিকা। তাদেরই নজরে এখন তালিবান জঙ্গি সংগঠন! ঠিক তেমনই কিংবদন্তি ফিলিস্তিনি নেতা ইয়াসের আরাফতের নেতৃত্ব খর্ব করতে মার্কিন মদতে তৈরি হয়েছিল হামাস সংগঠন। এটি পরে সিআইএ নথিতে জঙ্গি তকমাভুক্ত। এমনই হামাস সংগঠনের প্রধান (Hamas Chief) ইসমাইল হানিয়াকে বুধবার খুন করা হয়। বিখ্যাত বাংলা রহস্য গল্প লেখক পাঁচকড়ি দে’র উপন্যাস অবলম্বনে প্রশ্ন করাই যায় ‘হত্যাকারী কে?’

Kolkata 24×7 এর মধ্যপ্রাচ্যের বিশেষ সংবাদদাতা সুজানা ইব্রাহিম মোহনা। তিনি বিশ্ব রাজনৈতিক উত্থান পতনের অন্যতম কেন্দ্র কাতারের রাজধানী দোহা শহরে থাকেন। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তাঁর রিপোটার্জ পশ্চিমবঙ্গবাসীর কাছে তুলে ধরেন।

বন্দরের দিক থেকে পারস্য উপসাগরের নোনা হাওয়া আসছে। দিনভর আকাশে ছেঁড়াছেঁড়া মেঘ ছিল। এই মরু দেশে বৃষ্টি অপরূপ! এই বৃষ্টি আমাদের শ্রাবণ ধারা নয়। হঠাত হঠাত ব্রেকিং খবরের মত আসে। যেমন দিন শুরু হয়েছিল ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধানকে খুনের খবর দিয়ে। দিন শেষে জানা যাচ্ছে, নিহত ফিলিস্তিনি নেতার দেহ কাতারে আনা হবে। এ দেশেই মাটি নেবেন ইসমাইল হানিয়া। তার বিরুদ্ধে আছে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ।

   

ইজরায়েল ও প্যালেস্টাইন দ্বন্দ্বের কারণে বারবার রক্তাক্ত মুহূর্ত দেখেছে দুনিয়া। গতবছর (২০২৩) ৭ অক্টোবর যেভাবে ফিলিস্তিন সংগঠন হামাস সরাসরি ইজরায়েলের সুকঠিন নিরাপত্তা বলয় ভেঙে গণহত্যা চালিয়েছিল তার প্রত্যাঘাতে ইজরায়েলি বাহিনীও গাজা ভূখণ্ডের নিরাপরাধ ফিলিস্তিনিদের গণহত্যায় অভিযুক্ত। সেই গাজার ক্ষমতা হারিয়েছে হামাস। বিপদ বুঝে বৈরিতা ভুলে আরও এক ফিলিস্তিনি গোষ্ঠী আল ফাতাহর সঙ্গে ফের সুসম্পর্ক গড়েছে হামাস। এরপরেই হামাস প্রধান ইসমাইল হানিয়াকে খুন করা হল তাদেরই বন্ধু দেশ ইরানে!

এই খুনের রেশ ধরে দিনভর গরম মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়া। ইরান সরকারের নিরাপত্তা বলয় ভেঙে হামাস প্রধানকে খুনের কাজটি সংঘটিত করার পিছনে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ জড়িত বলেই সন্দেহ। এমন বহু হত্যাকান্ড সংঘটিত করেছে মোসাদ। গতবছর ইজরায়েলের অতি সুরক্ষিত নিরাপত্তা বলয় ভেঙে গণহত্যা চালিয়েছিল ফিলিস্তিন সংগঠন হামাস।তারপর প্রশ্ন উঠেছিল ইজরায়েলের অতি আলোচিত সুরক্ষা ব্যবস্থা নিয়ে।

হামাস সংগঠনটি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে ইসমাইল হানিয়ার দেহ বৃহস্পতিবার কাতারে আনা হবে। শুক্রবার দোহায় তাকে কবর দেওয়া হবে। ২০১৭ সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। অবরুদ্ধ গাজায় তার থাকা নিরাপদ ছিল না। তুরস্ক এবং কাতারের দোহায় খাকতেন হামাস প্রধান।