লাহোর: পাকিস্তানে কাশ্মীর সলিডারিটি ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উস্কানিমূলক ভাষণ হাফিজ সইদ-পুত্র তালহা সইদের। ভারতের তীব্র সমালোচনা করার পাশাপাশি জেলবন্দি পিতা হাফিজ সইদের মুক্তির জোরাল দাবি জানান।
এদিন, পাকিস্তানী জনগণের উদ্দেশে তালহা বলেন, ‘‘কাশ্মীর মুসলমানদের এবং এটি শীঘ্রই পাকিস্তানের অংশ হবে।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “শয়তান” আখ্যা দিয়ে হুঁশিয়ারিও দেন এই পাক জঙ্গি৷ তিনি বলেন, “আপনাদের কাশ্মীর আমরা নেব, এটি পাকিস্তানের অংশ হবে।”
পাশাপাশি পাকিস্তান সরকারের কাছে তাঁর প্রশ্ন, ‘‘হাফিজ সইদ কেন জেলে বন্দি? তাকে মুক্তি দিন।” হাফিজ সইদের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা রয়েছে৷ তাঁর দাবি, এটি ভারতের প্রধানমন্ত্রী মোদীর “প্রোপাগান্ডা”৷ সভায় উপস্থিত জনতা এবং অন্যান্য বক্তারা তালহার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান তোলেন, “হাফিজ সইদ মুক্তি পাবে।”
হাফিজ সাঈদ ও লস্কর-ই-তৈবা (LeT) এর সন্ত্রাসী সংযোগ
হাফিজ সইদ, লস্কর-ই-তৈবা (LeT) এবং জামাত-উদ-দাওয়া (JuD)-র প্রতিষ্ঠাতা৷ ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যক্রমের অন্যতম মূলচক্রী হিসেবে পরিচিত তিনি। ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলা ছিল তাঁরই মস্তিষ্ক প্রসূত৷
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা
সইদকে সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য ৭৮ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তান৷ পাশাপাশি লস্কর-ই-তৈবা এবং জামাত-উদ-দাওয়া উভয়কে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তালহা সইদ ২০২৪ সালের পাকিস্তানী সাধারণ নির্বাচনে লাহোরের NA-122 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ পাকিস্তান মার্কাজী মুসলিম লীগ (PMML) -এর প্রার্থী ছিলেন তিনি। তবে, তিনি মাত্র ২,০৪১ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য যা ছিল বিশাল একটা ধাক্কা৷
তালহা সইদের রাজনৈতিক পরাজয় এবং তার বক্তব্য একদিকে যেমন পাকিস্তানে মৌলবাদী উপাদানগুলির প্রতিরোধ এবং আন্তর্জাতিক চাপকে তুলে ধরে, অন্যদিকে দেশটির সরকার ও সমাজের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি সহানুভূতির একটি বিপজ্জনক চিত্রও তুলে ধরে।