‘আমেরিকান ড্রিম চুরি গিয়েছে’! H-1B ভিসা বিতর্কে ভারতকে নিশানা আমেরিকার

‘আমেরিকান ড্রিম’ আবারও ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে নতুন প্রচারে নামল ট্রাম্প প্রশাসনের শ্রম দফতর। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বিজ্ঞাপনে মার্কিন শ্রম মন্ত্রক সরাসরি অভিযোগ করেছে— বহুজাতিক সংস্থাগুলি H-1B ভিসা প্রোগ্রামের অপব্যবহার করে তরুণ মার্কিন কর্মীদের চাকরি কেড়ে নিচ্ছে এবং সেই জায়গা দখল করছে বিদেশি কর্মীরা, যাদের মধ্যে ভারতের নাগরিকরাই সংখ্যাগরিষ্ঠ।

Advertisements

‘আমেরিকান ড্রিম’ 

এক্স (X)-এ দেওয়া এক পোস্টে মার্কিন শ্রম দফতর লিখেছে, “তরুণ আমেরিকানরা তাঁদের ‘আমেরিকান ড্রিম’ হারিয়েছে, কারণ বহুজাতিক সংস্থাগুলি এইচ-১বি ভিসার অপব্যবহার করে বিদেশি কর্মীদের নিয়োগ করছে। প্রেসিডেন্ট ও শ্রম সচিবের নেতৃত্বে আমরা সেই অপব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি, এবং আমেরিকান জনগণের জন্য সেই স্বপ্ন ফিরিয়ে আনছি।”

   

এই প্রচারাভিযান এসেছে এমন এক সময়ে, যখন সেপ্টেম্বর ২০২৫-এ চালু হওয়া Project Firewall উদ্যোগের আওতায় মার্কিন শ্রম দফতর বৃহৎ প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলির H-1B ভিসা নিয়মাবলির পূর্ণাঙ্গ অডিট শুরু করেছে। লক্ষ্য একটাই, কম বেতনের বিদেশি কর্মী এনে মার্কিন নাগরিকদের চাকরিচ্যুত করার প্রক্রিয়া বন্ধ করা।

‘Recapturing the American Dream’, রাজনৈতিক সুরে অর্থনৈতিক বার্তা

৫১ সেকেন্ডের ওই ভিডিওটিতে ১৯৫০-এর দশকের ‘আমেরিকান ড্রিম’-এর ক্লাসিক দৃশ্য, সাবার্বান বাড়ি, কারখানা ও পরিবার, এর সঙ্গে আজকের শ্রমবাজারের তীব্র বৈষম্যের চিত্র একত্রে দেখানো হয়েছে। ভিডিও দাবি করেছে, বর্তমানে অনুমোদিত H-1B ভিসা-র ৭২ শতাংশই ভারতীয় নাগরিকদের হাতে যাচ্ছে।

Advertisements

বর্ণনায় শোনা যায়, “প্রজন্মের পর প্রজন্ম ধরে আমেরিকানদের বলা হয়েছে, কঠোর পরিশ্রম করলে তাঁরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু সেই স্বপ্ন বহু তরুণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাদের চাকরি কেড়ে নিয়েছে বিদেশি কর্মীরা, কারণ রাজনীতিক ও আমলারা সংস্থাগুলিকে ভিসা অপব্যবহারের সুযোগ দিয়েছেন। এখন প্রেসিডেন্ট ট্রাম্প সেই স্বপ্ন ফিরিয়ে আনছেন।”

ভিডিওর শেষে বার্তা দেওয়া হয়:

“Project Firewall-এর মাধ্যমে আমরা এইচ-১বি অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং মার্কিন নাগরিকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিচ্ছি— আমেরিকান ড্রিম পুনরুদ্ধারের লক্ষ্যে।”

 ‘America First’ নীতির পুনর্জাগরণ

বিশ্লেষকরা বলছেন, এই প্রচার আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ‘America First’ নীতিরই নতুন পর্ব— যেখানে অভ্যন্তরীণ কর্মসংস্থান, ভিসা অডিট ও শ্রমবাজার জাতীয়তাবাদের ওপর জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, Project Firewall–এর আওতায় সন্দেহভাজন সংস্থাগুলির বিরুদ্ধে বিস্তৃত তদন্ত চলবে, যাতে মার্কিন শ্রমিকদের বেতন ও চাকরির নিরাপত্তা রক্ষা করা যায়।