বেআইনিভাবে আমেরিকায় যেতে পাক এজেন্টের পণবন্দি গুজরাটি দম্পতি

shadows

আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছিলেন গুজরাটের দম্পতি। পাকিস্তানি এজেন্টের ভরসায় অনুপ্রবেশের ছক করেছিলেন তারা,‌ সেই এজেন্টের হাতেই বন্দি হলেন স্বামী-স্ত্রী। তাদের ফিরিয়ে আনতে ভারতের বিদেশ মন্ত্রকের সাহায্য চেয়েছে গুজরাটের প্রশাসন।

পঙ্কজ ও নিশা প্যাটেল নামে ওই গুজরাটি যুগল চেয়েছিলেন, আমেরিকায় গিয়ে চাকরি করবেন। সঠিক পথে ভিসা মেলেনি। তারপরেই পাক হায়দ্রাবাদের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন তারা। অভিবাসন কড়াকড়ি এড়িয়ে আমেরিকায় পৌঁছবেন যুগল, সেই পরিকল্পনা করেন। ভারত থেকে ইরান হয়ে যাওয়ার ছক করা হয়। তেহরান পর্যন্ত বিমান ধরেন তারা। সেখান থেকেই আমেরিকা যাওয়ার পরিকল্পনা ছিল।

   

এজেন্টের কথা শুনে একটি হোটেলে গিয়েই বিপত্তি। সেখানেই দম্পতিকে পণ বন্দি করে ওই এজেন্ট। বেধড়ক মারধর করা হয় পঙ্কজকে। অত্যাচারের সেই ভিডিও তার পরিবারকে পাঠিয়ে বিপুল অঙ্কের মুক্তিপণও দাবি করে ওই পাক এজেন্ট।

এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে পঙ্কজের পরিবার। তদন্তে নামে আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ। পদক্ষেপ গ্রহণ করেছে ইরানের ভারতীয় দূতাবাস।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন