HomeTop StoriesMaldives: মালদ্বীপে নোঙর করল রহস্যময় চিনা জাহাজ, মুইজ্জুর সরকার বলল এমনিই এসেছে!

Maldives: মালদ্বীপে নোঙর করল রহস্যময় চিনা জাহাজ, মুইজ্জুর সরকার বলল এমনিই এসেছে!

- Advertisement -

ভারতের উদ্বেগ সূচক বাড়িয়ে শেষ পর্যন্ত চিনা জাহাজ ঢুকল মালদ্বীপের (Maldives) বন্দরে। এই জাহাজ কী করছে? এমনই প্রশ্ন। তবে মালদ্বীপ সরকার জানাচ্ছে এমনিই এসেছে চিনা জাহাজ। এতে রহস্য আরও ঘনীভূত। অভিযোগ উঠছে, মালদ্বীপ থেকে ভারতের সমুদ্র  সীমানায় কড়া নজরদারি করবে এই চিনা জাহাজ। চিন আগেই ঘোষণা করেছে, মালদ্বীপের সার্বভৌমত্ব রক্ষায় তারা তৈরি।

ভারত-মালদ্বীপ কূটনৈতিক সংঘাত তৈরি হয় দ্বীপদেশের বর্তমান প্রেসিডেন্ট মুইজ্জুর কড়া অবস্থানে। তিনি নির্দেশ দেন, মালদ্বীপে থাকা ভারতের সেনাদের দ্রুত ফেরত যেতে হবে। এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফরের পর মালদ্বীপের একাধিক সাংসদ সরারি কটুক্তি করেন। সেই রেশ ধরে ভারতে সামাজিক মাধ্যমে শুরু হয়ে ‘বয়কট মালদ্বীপ’। ভারতের পর্যটকরা মালদ্বীপ না গিয়ে লাক্ষাদ্বীপে যাবেন বলে প্রচার চলছে। এই প্রেক্ষিতে পর্যটন নির্ভর দ্বীপদেশটি সরাসরি চিনের সাহায্য চায়। মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু চিন সফর করেন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মালদ্বীপের পাশেই আছি।

   

চিন-মালদ্বীপ সুসম্পর্ক তৈরি হতেই মালদ্বীপের বন্দর রাজধানীতে ঢুকল চিনের জাহাজ জিয়াং ইয়াং হং-3। মালদ্বীপ সরকার জানিয়েছে, এই চিনা গবেষণা জাহাজটি মালদ্বীপের জলসীমায় থাকাকালীন কোনও গবেষণা করবে না। মঙ্গলবার এক বিবৃতিতে, মালদ্বীপের বিদেশমন্ত্রক বলেছে চিনা গবেষণা জাহাজ জিয়াং ইয়াং হং 3 নোঙর করার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেতে জন্য কূটনৈতিক অনুরোধ করেছে।

মালদ্বীপ সরকার জানায়, মালদ্বীপ সবসময় বন্ধুত্বপূর্ণ দেশগুলির জাহাজের জন্য দ্বার খোলা রাখে। বন্ধুত্বপূর্ণ দেশগুলির জাহাজগুলিকে স্বাগত জানানোর শতাব্দী প্রাচীন ঐতিহ্যও আছে আমাদের।  তবে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) চিনা জাহাজ নিয়ে নীরব।

2022 সালে, একটি চিনা গবেষণা জাহাজ শ্রীলঙ্কায় গভীর জল অনুসন্ধানের জন্য সেদেশের বন্দরে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু ভারতের তীব্র আপত্তির পর, কলম্বো তার বন্দরে ডক করার অনুমতি এক বছরের জন্য স্থগিত করে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular