Zakir Naik: ওমানের সুলতান সবুজ সংকেত দিলেই রমজানের আগেই গ্রেফতার জাকির নায়েক

ইসলামিক দেশ ওমান নেবে সিদ্ধান্ত। জাকির নায়েক ভারতের চোখে পলাতক। ২০১৬ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশনে হোলি আর্টিজান ক্যাফের ভিতর জঙ্গি হামলা হয়েছিল। তদন্তে উঠে আসে সেই হামলায় জড়িত কয়েকজন জঙ্গির অনুপ্রেরণা জাকির নায়েক।

430
Zakir Naik

বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে (Zakir Naik) যে কোনও সময় গ্রে়ফতার করে ভারতের হাতে তুলে দিতে পারে (Oman) ওমান। সে দেশে ইসলাম সংক্রান্ত একটি আলোচনা ও ভাষণ দিতে গিয়েছেন’পলাতক’ এই ধর্ম প্রচারক। জানা যাচ্ছে রমজান শুরুর প্রথম দিনই ওমানে সেই ভাষণ দেবার কথা জাকির নায়েকের। তার আগেই এই বিতর্কিত প্রচারককে কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত সরকারের হাতে তুলে দিতে পারে ইসলামিক দুনিয়ার দেশ ওমান। জানা যাচ্ছে ওমানের সুলতানের সবুজ সংকেতের অপেক্ষায় বিদেশমন্ত্রক।

জাকির নায়েকের বিরুদ্ধে উগ্র ধর্মীয় আবেগ ছড়ানোর অভিযোগ আছে। মুম্বইয়ের এই ইসলামি স্কলার বিভিন্ন অনুষ্ঠান ও পিস টিভি নামে একটি চ্যানেলের মাধ্যমে নিজের ভাষন ও ধর্মীয় বিশ্লেষণ প্রচার করতেন। অভিযোগ তাঁর ভাষণে অনুপ্রাণিত হয়ে বেশকিছু যুবক সন্ত্রাসবাদের পথ বেছে নেয়।

২০১৬ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশনে হোলি আর্টিজান ক্যাফের ভিতর জঙ্গি হামলা হয়েছি। হামলাকারীরা রমজানের সময় কুপিয়ে গুলি করে খুন করে বাংলাদেশি, ভারতীয়, ইটালিয়ান সহ বিভিন্ন দেশের নাগরিকদের। তদন্তে উঠে আসে সেই হামলায় জড়িত কয়েকজন জঙ্গির অনুপ্রেরণা জাকির নায়েক।

বিতর্কিত জাকির নায়েকের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। এর পরেই ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। জাকির নায়েক মুম্বই ছেড়ে সৌদি আরব, সি়ঙ্গাপুর, মালয়েশিয়াতে চলে আসেন। তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তাকে কুটনৈতিক উপায়ে ফেরানোর চেষ্টা করছে ভারত সরকার।