‘অপারেশন সিঁদুর’-এর পর দিনই বিস্ফোরণে কাঁপল লাহোর,সাইরেনে আতঙ্ক

ইসলামাবাদ: পাকিস্তানের লাহোর শহরে বৃহস্পতিবার সকালে একাধিক বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের মতে, গোপাল নগর ও নাসিরাবাদ এলাকায় আকস্মিক বিকট শব্দ…

Explosions in Lahore Pakistan

ইসলামাবাদ: পাকিস্তানের লাহোর শহরে বৃহস্পতিবার সকালে একাধিক বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের মতে, গোপাল নগর ও নাসিরাবাদ এলাকায় আকস্মিক বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। এলাকার আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়৷ এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

কি ঘটেছে ঘটনাস্থলে?

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, একটি ৫–৬ ফুট লম্বা সন্দেহভাজন ড্রোন লাহোরের আকাশে ঢুকে পড়ে। প্রযুক্তিগত ‘জ্যামিং সিস্টেম’ ব্যবহার করে ড্রোনটিকে নামিয়ে আনা হয়, এবং তার পরপরই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

   

পটভূমিতে ভারতের সামরিক অভিযান Explosions in Lahore Pakistan

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ভারতের সেনাবাহিনী কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধে পাকিস্তানের ভিতরে ঢুকে ‘অপারেশন সিঁদুর’ চালায়। পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। সেনা সূত্রের দাবি, ভারতের লক্ষ্যবস্তু ছিল সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ শিবিরগুলি।

এই প্রেক্ষাপটে লাহোর বিস্ফোরণকে কেবল দুর্ঘটনা না মনে করে দুই দেশের মধ্যে কৌশলগত উত্তেজনার অংশ বলেই দেখছেন কূটনীতিকরা।

 ভাইরাল হচ্ছে ভিডিও ও ছবি

সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে বিস্ফোরণের পরের ভিডিও—যেখানে দেখা যাচ্ছে আতঙ্কিত মানুষজন রাস্তায় ছুটছেন, আকাশে ধোঁয়ার স্তম্ভ উঠছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত সরকারিভাবে ঘটনার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

তদন্ত চলছে, সীমান্তে সতর্কতা বৃদ্ধি

পাকিস্তানি সেনা এবং গোয়েন্দা বিভাগ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে। অন্যদিকে, ভারতের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। সীমান্ত এলাকায় সতর্কতা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে দুই দেশের সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

World: Multiple explosions rocked Lahore, Pakistan. Reports suggest a drone was downed amid India’s military operation. Get the latest updates on the situation and potential tensions.

Advertisements