ইন্দোনেশিয়াতে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৬.০

Earthquake Strikes Again, Locals Flee Their Homes in Panic

Earthquake: ফের কেঁপে উঠল মাটি। মায়ানমার, আর্জেন্টিনার পর এবার জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.০। তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisements

ইন্দোনেশিয়ার মিটিওরলজি, ক্লাইমেটলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সির রিপোর্ট অনুযায়ী ৬.০ মাত্রার ভূমিকম্প আছড়ে পড়ে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি এলাকায়। এই তথ্যটি সংস্থা তাদের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়নি। 

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সাইসমোলজিক্যাল সেন্টার (EMSC) ভূমিকম্পটির মাত্রা ৫.৯ বলে অনুমান করেছে। EMSC জানিয়েছে কম্পনের গভীরতা ছিল ১০৯ কিমি (৬৮ মাইল)। ভূমিকম্পের কেন্দ্রস্থল সুলাওয়েসি। এই এলাকা তার ভূকম্পনের কার্যকলাপের জন্য পরিচিত।

Advertisements

শনিবারের এই ভূমিকম্পের ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ভূমিকম্পের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহাণির ঘটনা ঘটেনি। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের পাশে অবস্থিত হওয়ার কারণে প্রায়শই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় এই অঞ্চল।

ঘটনার পর সতর্ক ইন্দোনেশিয়ার সরকার। যথাযত নজরদারি করছে তারা। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে যে এই ভূমিকম্প কোনও উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটায়নি। সুলাওয়েসি এবং আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সরকারি আপডেটে নজর রাখতে বলা হয়েছে।