নয়াদিল্লি: নিস্তব্ধ ভোরে আচমকা কেঁপে উঠল দিল্লি-এনসিআর। কেউ তখন গভীর ঘুমে, কেউ বা ওঠার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু চোখ খোলার আগেই গ্রাস করল আতঙ্ক৷ কাঁপতে শুরু করল ঘর, হালকা ঝাঁকুনিতে চমকে উঠল শহরবাসী। আফগানিসতানের ভূমিকম্প ভালো মতোই টের পেল দিল্লিবাসী৷
আজ ভোরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প৷ যার ধাক্কায় কেঁপে ওঠে দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকা। জাতীয় ভূকম্পন কেন্দ্র (National Center for Seismology – NCS) জানিয়েছে, ভূমিকম্পটি ভোর ৪টা ৪৩ মিনিটে অনুভূত হয়৷ এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৭৫ কিলোমিটার গভীরে।
দিল্লির ঘুম ভাঙাল কাঁপুনি Earthquake Hits Afghanistan
ভোরবেলা রাজধানী অঞ্চলে কয়েক সেকেন্ড ধরে মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। দিল্লি, গাজিয়াবাদ, গুরগাঁও, নয়ডা—সব জায়গা থেকেই কম্পনের খবর আসে।
সোশ্যাল মিডিয়াতেও দ্রুত ছড়িয়ে পড়ে প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “ঘর কাঁপতে শুরু করল, ভাবলাম হয়তো ঘুমের ঘোরে মনের ভুল,” কেউ আবার জানিয়েছেন, “মোবাইল চার্জে ছিল, কম্পনে খাট থেকে পড়ে গেল!”
তিব্বত, বাংলাদেশ, জম্মু-কাশ্মীরেও অনুভূত হয় কম্পন Earthquake Hits Afghanistan
শুধু দিল্লি-এনসিআর নয়, ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে তিব্বত, বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের জম্মু ও কাশ্মীরেও। বিস্তৃত এই কম্পনের প্রভাব থেকে বোঝা যায় ভূমিকম্পটির শক্তি এবং বিস্তার কতটা ছিল।
আফগানিস্তান: ভূকম্পনের প্রাকৃতিক হুমকির মুখে Earthquake Hits Afghanistan
রাষ্ট্রসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা (UNOCHA) জানিয়েছে, আফগানিস্তান একটি ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চল, যেখানে ভূমিকম্প, ভূমিধস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন ঘটে। বারবারের এই দুর্যোগ দেশটির বহু দরিদ্র ও সংঘাতপীড়িত সম্প্রদায়কে আরও ঝুঁকির মধ্যে ফেলে।
আন্তর্জাতিক রেড ক্রসের তথ্য অনুযায়ী, আফগানিস্তান ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। হিন্দুকুশ পর্বতমালার ভেতর দিয়ে একাধিক সক্রিয় ফল্ট লাইন গেছে, যার একটি হেরাত শহরের পাশ দিয়ে বিস্তৃত – যা বারবার শক্তিশালী ভূমিকম্পের জন্য দায়ী।
৫.৯ মাত্রার ভূমিকম্প: কতটা বিপজ্জনক?Earthquake Hits Afghanistan
বিশেষজ্ঞদের মতে, ৫.৯ মাত্রার ভূমিকম্প মাঝারি থেকে শক্তিশালী ধাঁচের। যদি এটি অগভীর কেন্দ্রে বা ঘনবসতিপূর্ণ এলাকায় সংঘটিত হয়, তাহলে তা বড় ক্ষতির কারণ হতে পারে। তবে এবারের ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার গভীরে হওয়ায় এর ধ্বংসাত্মক প্রভাব কিছুটা প্রশমিত হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ভূমিকম্প-পরবর্তী আফটারশকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলি পরিস্থিতির উপর নজর রাখছে।
World: A 5.9 magnitude earthquake struck Afghanistan’s Hindu Kush early morning today, shaking Delhi-NCR and parts of North India. Tremors were felt around 4:43 AM, prompting panic and social media reactions from residents.