Flood: মৃত কমপক্ষে ৫৭ জন, ব্রাজিলে বন্যার ভয়াবহতা দেখে কাঁপছে বিশ্ব

ভয়াবহ বন্যার (Flood) কবলে পড়েছে দেশ। মৃত্যু ঘটছে বহু মানুষের। এদিকে মাথার ওপর থেকে ছাদ হারিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছেন দেশের বহু মানুষ। আসলে ব্রাজিলে প্রবল…

Flood: মৃত কমপক্ষে ৫৭ জন, ব্রাজিলে বন্যার ভয়াবহতা দেখে কাঁপছে বিশ্ব

ভয়াবহ বন্যার (Flood) কবলে পড়েছে দেশ। মৃত্যু ঘটছে বহু মানুষের। এদিকে মাথার ওপর থেকে ছাদ হারিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছেন দেশের বহু মানুষ। আসলে ব্রাজিলে প্রবল বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসের কারণে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্ডে দো সুলে বৃষ্টির কারণে অনেক রাস্তাঘাট খারাপভাবে ভেঙে গেছে এবং বন্যায় অনেক সেতু ভেঙে পড়েছে।

Flood: মৃত কমপক্ষে ৫৭ জন, ব্রাজিলে বন্যার ভয়াবহতা দেখে কাঁপছে বিশ্ব

   

ভয়াবহ বন্যার কারণে ভেসে গিয়েছে হাজার হাজার মানুষের ঘর বাড়ি। ঝড়, বন্যা ও ভূমিধসের আগে গত বছরের সেপ্টেম্বরে রিও গ্রান্ডে দো সুলে ভারী বৃষ্টিপাত হয়েছিল। ব্রাজিলে চলতি সপ্তাহের বৃষ্টিতে ৫৭ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং অনেকে নিখোঁজ রয়েছে, উদ্ধারকারী দল উদ্ধার কাজ চালাচ্ছে জোরকদমে। ৩৬ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Image

Advertisements

ভূমিধস ও প্রবল ঝড়ের কারণে প্রায় ৭০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে বন্যার কবলে আটকে থাকা লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। ব্রাজিলের এই ধ্বংসযজ্ঞে এখন পর্যন্ত ৫৭ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এ ছাড়া এই সময়ের মধ্যে ৭৪ জন আহত এবং প্রায় ৬৭ জন নিখোঁজ রয়েছেন, যাদের তল্লাশি চলছে। তীব্র গতির বন্যায় অনেক সেতু ভেঙে ভেসে গেছে। পোর্তো আলেগ্রে শহর ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানকার হ্রদের তীর ভেঙে শহরে প্রবেশ করেছে। জল ঢুকে পড়েছে অধিকাংশ বাড়িতে। ঝড় ও মুষলধারে বৃষ্টির কারণে পোর্তো আলেগ্রেতে সমস্ত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে।