করোনা লুকোতে ফের তৎপর চিন! আক্রান্তদের করা হচ্ছে ‘বাক্সবন্দি’

চিনেই করোনার উৎপত্তি। বিজ্ঞানী মহল শুরু থেকেই একথা বলে আসলেও চিনা সরকার বারবার অস্বীকার করেছে। এমনকি ওই দেশে করোনা সংক্রমণ বাড়লেও প্রশাসনের তরফে সেই খবর লুকিয়ে রাখার প্রবণতা দেখা গেছে। বর্তমানে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আতঙ্কিত গোটা বিশ্ব। এই সময়েও চিনের এমন দৃশ্য সামনে এল যাতে ফের ফুটে উঠলো অমানবিকতার ছবি। সংক্রমণ রুখতে করোনা আক্রান্তদের একটি ধাতব বক্সে বন্দি করা হচ্ছে।

Advertisements

সম্প্রতি চিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনেকগুলি ধাতব বক্স এবং পিপিই কিট পড়া কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। আসলে ওই বক্সগুলির ভিতরে রয়েছেন করোনা রোগী। সূত্রের খবর, করোনা আক্রান্ত কিংবা সন্দেহভাজনদের একপ্রকার জোর করেই বাক্সবন্দি করা হচ্ছে। সেখানে রয়েছেন পুরুষ নারী উভয়েই।‌ এমনকি বৃদ্ধ-বৃদ্ধা বা গর্ভবতী, মানসিক রোগীদেরও ছাড় দেওয়া হচ্ছে না। একবার বক্সে প্রবেশ করলে অন্তত দু সপ্তাহ সেখানে থাকতেই হবে। বক্সের ভিতর রয়েছে একটি বেড, জলের বোতল এবং একটি শৌচাগার। চিনা সরকারের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে।

জানা গিয়েছে, চিনের ‘জিরো কোভিড নীতি’র আওতায় এই বাক্স বন্দির খেলা শুরু হয়েছে। চলতি বছর চিনে রয়েছে শীতকালীন অলিম্পিক্স। তার আগে সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত প্রশাসনের। যদিও অনেকেই মনে করছেন, এর পিছনে চিনা সরকারের করোনা লুকানোর প্রবণতাই কাজ করছে।

Advertisements

অন্যদিকে, চিনের জিয়ান শহরে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। সেখানে কাউকেই বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। এই সিদ্ধান্ত কতদিন লাগু থাকবে সেবিষয়েও কোনও নিশ্চয়তা নেই।