ওয়াশিংটন: আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত এবার চরমে পৌঁছাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক দাবিতে জানিয়েছেন, তাঁকে যদি হত্যা করা হয়, তবে পৃথিবীর বুক থেকে ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে আমেরিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবং তাঁর বিবৃতিতে ট্রাম্প এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্পের ‘দৃঢ় নির্দেশ’
সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তাঁর উপদেষ্টাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, যদি তাঁর ওপর কোনও হামলার প্রচেষ্টায় ইরানের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে যেন ইরানকে ধ্বংস করা হয়। ট্রাম্প বলেন, “আমার দৃঢ় নির্দেশ আছে, যা কিছু ঘটুক, ওদের (ইরানকে) পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে হবে।” মূলত নিজের প্রাণহানির আশঙ্কা থেকেই ট্রাম্পের এই রণংদেহি মেজাজ বলে মনে করা হচ্ছে।
ইরানের পাল্টা হুঙ্কার Donald Trump warns Iran
ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে ইরানও সুর চড়িয়েছে। সে দেশের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি সরাসরি হুমকি দিয়ে বলেছেন, “ট্রাম্প জানেন, যদি কেউ আমাদের সর্বোচ্চ নেতার (আয়তোল্লা আলি খামেনেই) দিকে হাত বাড়ান, তবে আমরা শুধু সেই হাতটাই কাটব না, বরং তাঁদের জগতেও আগুন ধরিয়ে দেব।”
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, দেশের সর্বোচ্চ নেতার প্রতি যে কোনও অবমাননা আসলে সমগ্র জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের সমান। তাঁর দাবি, ইরানের বর্তমান অর্থনৈতিক দুর্দশার জন্য আমেরিকার ‘অমানবিক’ নিষেধাজ্ঞা দায়ী।
উত্তেজনার প্রেক্ষাপট
সম্প্রতি খামেনেই-এর কড়া সমালোচনা করে ট্রাম্প তাঁকে ‘অসুস্থ মানুষ’ বলে অভিহিত করেছিলেন। এমনকি ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া সরকার-বিরোধী গণবিক্ষোভের নেপথ্যে আমেরিকা ও ইজরায়েলের মদত রয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে তেহরান। দুই দেশের এই পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে।
