ট্রাম্পের ভোলবদল! গ্রীন কার্ড দিতে অভিবাসীদের কী শর্ত?

Donald Trump wants to give a green card to immigrants only after graduating from college in America

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিবাসীদের তীব্র বিরোধী বলেই পরিচিত। তবে এ বছর হতে চলা প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসনের বিষয়ে তাঁর মুখেই শোনা গেল ভিন্ন সুর। ডোনাল্ট ট্রাম্পের ঘোষণা, মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেই বিদেশি শিক্ষার্থীরা স্বাভাবিক প্রক্রিয়ায় গ্রিন কার্ড পাবেন।

একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈধ মার্কিন নাগরিকদের ৫ লাখ অবৈধ অভিবাসী স্পাউসকে (স্বামী বা স্ত্রী) বৈধতা দানের ঘোষণা করেছেন। তারপরই পডকাস্টে ভোলবদল ট্রাম্পের। তাঁর ঘোষণা, আমেরিকার কলেজ থেকে কেউ স্নাতক হলেই দেশে থাকার জন্য তাঁর গ্রিন কার্ড পাওয়া উচিত।

   

বৃহস্পতিবার ট্রাম্প অল-ইন পডকাস্ট সম্প্রচারে বলেন, ‘আমি যা করতে চাই এবং আমি যা করব তা হল, কোনও অভিবাসী আমেরিকার কলেজ থেকে স্নাতক পাস করুন। আমি মনে করি, সেই ব্যক্তির ডিগ্রি অনুসারে দেশে থাকার জন্য স্বাভাবিকভাবেই গ্রিন কার্ড পাওয়া উচিত।’

তাছাড়া, জুনিয়র কলেজ থেকেও কেউ দুই বা চার বছরের গ্র্যাজুয়েশন করতে পারলে কিংবা গ্র্যাজুয়েট হলে বা কোনও কলেজ থেকে ডক্টরেড ডিগ্রি নিলে তাদেরও দেশে থাকার জন্য গ্রিন কার্ড পাওয়া উচিত বলে ট্রাম্প মনে করেন।

পডকাস্টে সিলিকন ভ্যালি টেক বিনিয়োগকারী এবং আমেরিকার অ্যাঞ্জেল ইনভেস্টর ইন্টারনেট উদ্যোক্তা জেসন ক্যালাকানিস ট্রাম্পকে বলেন, যুক্তরাষ্ট্রের দরকার উচ্চ-দক্ষতা সম্পন্ন কর্মীদেরকে বৈধভাবে ধরে রাখা। দেশের প্রযুক্তি শিল্পের জন্য তা হবে বিরাট ব্যাপার।

এরপর ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তিনি বিশ্বের সেরা শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আনতে সহায়তা করার প্রতিশ্রুতি দেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’

আমেরিকায় গ্রিন কার্ড স্থায়ী আবাসন কার্ড নামেও পরিচিত। এর ফলে বিদেশিরা মার্কিন মুলুকে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার ক্ষমতা লাভ করে। আমেরিয়ায় নাগরিকত্ব পাওয়ারও একটি ধাপ হল এই গ্রিন কার্ড পাওয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন