মার্কিন মুলুকে জন্মসূত্রে নাগরিকত্ব আর নয়! ভারতীয়দের ওপর কতটা প্রভাব পড়বে?

ওয়াশিংটন: দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদের দায়িত্ব নিলেন ডোনাল্ট ট্রাম্প৷ আর কুর্সিতে বসেই কার্যত ঝড় তুললেন আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট৷ একের পর এক নির্বাহী অর্ডারে স্বাক্ষর…

Donald Trump moves to end birthright citizenship

ওয়াশিংটন: দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদের দায়িত্ব নিলেন ডোনাল্ট ট্রাম্প৷ আর কুর্সিতে বসেই কার্যত ঝড় তুললেন আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট৷ একের পর এক নির্বাহী অর্ডারে স্বাক্ষর করলেন তিনি৷ এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অর্ডার হল বার্থরাইট সিটিজেনশিপ। 

আগের আইনে কী বলা হয়েছিল 

গত ১৫০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ লাভ করত৷ সেই অধিকারেই এবার কোপ বসালেন ট্রাম্প৷ জানা গিয়েছে, ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে।

   

ট্রাম্পের সই করা এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনও শিশুকে নাগরিকত্ব পেতে হলে, পিতা-মাতার মধ্যে কমপক্ষে একজনকে  মার্কিন নাগরিক, বৈধ স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী) অথবা মার্কিন সেনাবাহিনীর সদস্য হতে হবে।

সমস্যায় পড়বেন ভারতীয়রা

কেউ যদি স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা টুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে সন্তানের জন্ম দেন, তাহলে সেই শিশু মার্কিন নাগরিক বলে গণ্য হবেন না। এদিকে নয়া নিয়মে যে সব ভারতীদের সন্তান ১০০+ গ্রিন কার্ড ওয়েটিং লিস্টে আছে, তারাও মার্কিন নাগরিকত্ব পাবে না।

একটি ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘‘ফেডারেল সরকার আর অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্বকে স্বীকৃতি দেবে না। আমরা অবৈধ অভিবাসীদের স্ক্রিনিং ও ভেটিং আরও কঠোরভাবে পরিচালনা করব।’’ এছাড়া, ট্রাম্প আরও বলেন, ‘‘অবৈধ প্রবেশের পথ বন্ধ করা হবে এবং আমরা লাখ লাখ অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করব।’’

বার্থরাইট সিটিজেনশিপ কী?

বার্থরাইট সিটিজেনশিপ একটি আইনি অধিকার, যার আওতায় যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনও শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করে, তার পিতা-মাতার নাগরিকত্ব বা অভিবাসী অবস্থান নির্বিশেষে। ১৮৬৮ সালে ১৪তম সংশোধনী মাধ্যমে এই ব্যবস্থা প্রবর্তিত হয়, যা মূলত যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করা সকল ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করার জন্য চালু করা হয়েছিল।

এই নতুন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং অভিবাসন নীতি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হতে পারে, বিশেষ করে তা যদি বাস্তবায়িত হয়। সমস্যায় পড়তে হবে সে দেশে বসবাসকারী বহু ভারতীয়কেও৷ পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছেন মেক্সিকান বংশোদ্ভূতরা। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় বংশোদ্ভূতরা৷ 

অপর একটি রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের প্রায় ৪২ শতাংশই বর্তমানে মার্কিন নাগরিক হওয়ার জন্য অযোগ্য। এদিকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২ কোটি ৯০ হাজার ভারতীয় বংশোদ্ভূতের কাছে গ্রিন কার্ড বা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্সি (এলপিআর) ছিল। তারা মার্কিন নাগরিক হওয়ায় জন্য যোগ্য বলেই বিবেচিত হয়েছিল।