Bangladesh: বিমান ধংসের আগুনে পুড়েছে পড়ুয়ারা, বাংলাদেশের বিদ্যালয়ে মৃতদেহের সারি

প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। ঠিক সেই সময় বাংলাদেশ (Bangladesh) বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের ভেঙে পড়ে। এর পর মর্মান্তিক দৃশ্য। ঢাকার উত্তরা…

Bangladesh: বিমান ধংসের আগুনে পুড়েছে পড়ুয়ারা, বাংলাদেশের বিদ্যালয়ে মৃতদেহের সারি

প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। ঠিক সেই সময় বাংলাদেশ (Bangladesh) বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের ভেঙে পড়ে। এর পর মর্মান্তিক দৃশ্য। ঢাকার উত্তরা এলাকার ওই বিদ্যালয় থেকে ক্রমাগত বের হচ্ছে পোড়া দেহ। নিহতরা সবাই পড়ুয়া। সোমবার (২১ জুলাই) বেলা ৫টা ৩০ মিনিট আরও মৃত কমপক্ষে ১৯ জন। আরো মৃত্যুর আশঙ্কা।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমান ধংসের আগুন ছড়ায় বিদ্যালয়ে।

   

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে। কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সমকালকে বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যান্টিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে।  নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।

Advertisements

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বাংলাদেশের দূতাবাসগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকাকের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।