কাতার এয়ারওয়েজের বিমানে আমিষ খেতে বাধ্য করার শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু

নয়াদিল্লি: কাতার এয়ারওয়েজের (Qatar Airways) একটি বিমানে ৮৫ বছরের এক বৃদ্ধর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য। জানা গিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নিবাসী অবসরপ্রাপ্ত হৃদরোগ বিশেষজ্ঞ…

নয়াদিল্লি: কাতার এয়ারওয়েজের (Qatar Airways) একটি বিমানে ৮৫ বছরের এক বৃদ্ধর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য। জানা গিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নিবাসী অবসরপ্রাপ্ত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ অশোক জয়বীরা ২০২৩ সালে লস এঞ্জেলস থেকে কলম্বো যাচ্ছিলেন। কাতার এয়ারওয়েজের (Qatar Airways) ওই বিমানে টিকিট কাটার সময়ই নিরামিষ খাবারের অর্ডার দিয়েছিলেন চিকিৎসক।

Advertisements

কিন্তু বিমানসেবিকা তাঁকে মাংস-বিশিষ্ট খাবার পরিবেশন করেন। চিকিৎসক আপত্তি জানালে তাঁকে বলা হয়, মাংস ছাড়া বাকি খাবারটুকু খেয়ে নিতে। এরপরেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ডঃ অশোক জয়াবীরা। বিমানের ক্রুরা সাহায্য করার চেষ্টা করেছিলেন এবং মেডএয়ারের দূরবর্তী চিকিৎসা উপদেষ্টাদের সাথে পরামর্শ করা হয়েছিল, কিন্তু জয়বীরার অবস্থা আরও খারাপ হয়ে যায়।

বিজ্ঞাপন

অবশেষে বিমানটি স্কটল্যান্ডের এডিনবার্গে অবতরণ করে, যেখানে জয়বীরার দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনদিন পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। অ্যাসপিরেশন নিউমোনিয়ার কারণে তিনি মারা যান, যা ফুসফুসের সংক্রমণ বা শ্বাসনালীতে খাবার বা পানীয় ঢুকে গেলে হয়ে থাকে।

সম্প্রতি কাতার এয়ারওয়েজের (Qatar Airways) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জয়বীরার ছেলে সূর্য জয়বীরা। খাবার পরিষেবা এবং চিকিৎসা ব্যবস্থায় অবহেলার অভিযোগ করেছেন তিনি। মামলায় দাবি করা হয়েছে, বিমান সংস্থাটি আগে থেকে অর্ডার করা নিরামিষ খাবার পরিবেশন করতে ব্যর্থ হয়েছে এবং জয়বীরার জরুরি অবস্থায় চিকিৎসার যথাযথভাবে ব্যবস্থা নেয়নি কাতার এয়ারওয়েজ। ক্ষতিপূরণ হিসেবে বিমান সংস্থার কাছে $১২৮,৮২১ দাবি করছেন মৃতের পুত্র।

ঘটনায় খাদ্যতালিকাগত বিধিনিষেধ এবং যাত্রীদের, বিশেষ করে বয়স্ক যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। আগে থেকে বলে দেওয়া সত্ত্বেও বিমানে ভুল খাবার পরিবেশনের অভিযোগ এই প্রথম নয়। ব্রিটিশ রিয়েলিটি তারকা জ্যাক ফাওলারের বাদামে তীব্র অ্যালার্জি থাকা সত্ত্বেও তাঁকে গত বছর দুবাইগামী কাতার এয়ারওয়েজের (Qatar Airways) একটি ফ্লাইটে বাদামযুক্ত মাংসের তরকারি পরিবেশন করার হয়েছিল। ঘটনায় মারা যান ওই তারকা।