জর্ডানে উষ্ণ অভ্যর্থনা: মোদীকে নিজে গাড়ি চালিয়ে মিউজিয়ামে নিয়ে গেলেন ক্রাউন প্রিন্স

Crown Prince Drives PM Modi to Jordan Museum

আম্মান: ভারত–জর্ডান সম্পর্কের উষ্ণতার এক ব্যতিক্রমী ছবি উঠে এল মঙ্গলবার। জর্ডানের রাজধানী আম্মানে নিজে গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জর্ডান মিউজিয়ামে নিয়ে যান জর্ডানিয়ান ক্রাউন প্রিন্স আল হুসেইন বিন আবদুল্লাহ দ্বিতীয়। কূটনৈতিক সৌজন্যের গণ্ডি ছাড়িয়ে এই ব্যক্তিগত উদ্যোগকে দুই দেশের গভীর পারস্পরিক আস্থার প্রতীক বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ক্রাউন প্রিন্স আল হুসেইন নবী মুহাম্মদের ৪২তম প্রজন্মের প্রত্যক্ষ বংশধর। তাঁর এই বিশেষ ভূমিকায় সফরের দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

   

চার দিনের বিদেশ সফরের প্রথম ধাপ জর্ডান

সোমবার দু’দিনের সফরে জর্ডানে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। রাজা আবদুল্লাহ দ্বিতীয়ের আমন্ত্রণে এই সফর। জর্ডানই মোদীর চার দিনের, তিন দেশ সফরের প্রথম গন্তব্য। এর পর তিনি যাবেন ইথিওপিয়া ও ওমান।

এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ভারত ও জর্ডানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এটি মোদীর প্রথম পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফর। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফিলিস্তিন সফরের পথে তিনি জর্ডান হয়ে গিয়েছিলেন, তবে তা ছিল ট্রানজিট সফর।

জর্ডান মিউজিয়াম: সভ্যতার দীর্ঘ যাত্রার সাক্ষী Crown Prince Drives PM Modi to Jordan Museum 

আম্মানের রাস আল-আইন এলাকায় অবস্থিত জর্ডান মিউজিয়াম দেশের বৃহত্তম জাদুঘর। ২০১৪ সালে নির্মিত এই মিউজিয়ামে প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত অঞ্চলের সভ্যতার ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে।

মিউজিয়ামের সংগ্রহে রয়েছে ১৫ লক্ষ বছর পুরনো প্রাণীর হাড়, পাশাপাশি ৯ হাজার বছরের পুরনো আইন ঘাজাল চুনাপাথরের মূর্তি, যেগুলি বিশ্বের প্রাচীনতম মানবমূর্তিগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়।

সহযোগিতা বাড়াতে নতুন দিশা

মঙ্গলবার সফর নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই সফরের মাধ্যমে পরিষ্কার শক্তি, জল ব্যবস্থাপনা, সংস্কৃতি ও ডিজিটাল উদ্ভাবন-সহ একাধিক ক্ষেত্রে ভারত–জর্ডান সহযোগিতার “অর্থবহ সম্প্রসারণ” হয়েছে।

বিদেশ মন্ত্রকের সচিব (দক্ষিণ) নীনা মালহোত্রা সাংবাদিক বৈঠকে জানান, রাজা আবদুল্লাহ দ্বিতীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সব ধরনের সন্ত্রাসের তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি, উগ্রপন্থা দমনে রাজা আবদুল্লাহর নেতৃত্বে নেওয়া ‘ডি-র‍্যাডিকালাইজেশন’ উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী।

এই সফরের মাধ্যমে পশ্চিম এশিয়ায় ভারতের কূটনৈতিক অবস্থান আরও দৃঢ় হল বলেই মনে করছে কূটনৈতিক মহল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন