দ্বীপ-দেশ সিঙ্গাপুরে চলছে করোনার ঢেউ। আন্তর্জাতিক বিমান ও নৌ যাত্রাপথের গুরুত্বপূর্ণ কেন্দ্র ও বাণিজ্য নগরীতে রোজ দু হাজারের বেশি জন করোনায় (covid 19) আক্রান্ত হচ্ছেন। সিঙ্গাপুরে জারি হয়েছে স্বাস্থ্যবিধি।শুক্রবার এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং সতর্কবার্তা দিয়ে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
নিউজ এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত তিন সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ২ হাজার দেশবাসী মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছে। তিন সপ্তাহ আগে এই সংখ্যা ছিল ১ হাজার। সাক্ষাৎকারে তিনি বলেছেন, সাম্প্রতিক এই করোনা ঢেউয়েমৃত্যু নিয়ে তিনি শঙ্কিত নন, তিনি চিন্তিত হাসপাতালে রোগীর চাপ নিয়ে।
বিবিসির খবর, সিঙ্গাপুরে গত বছর মার্চ-এপ্রিলে করোনার (covid 19) সর্বশেষ ঢেউ দেখা দিয়েছিল। এপ্রিলের শুরুর দিকে যখন সংক্রমণ পরিস্থিতি সবচেয়ে গুরুতর ছিল তখন প্রতিদিন গড়ে ৪ হাজার জন করোনা পজিটিভ হয়েছিলেন।
এদিকে সিঙ্গাপুরের সাথে কলকাতার সরাসরি বিমান যোগাযোগ। দুই নগরের মধ্যে বিমানে যাত্রী যাতায়াত নিয়মিত চলে। সিঙ্গাপুরে করোনার ঢেউ চলছে। সেই ঢেউ কলকাতায় আসার আশঙ্কা বাড়ছে।