তথ্য চুরি! মার্কিন অর্থ দফতরে চিনা হ্যাকার হানা, কী মতলব বেজিং-এর?

ওয়াশিংটন: মার্কিন অর্থ দফতরে চিনা হ্যাকার হানা৷ চলতি মাসের গোড়ার দিকেই এই সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর৷ তবে সোমবার আমেরিকার অর্থ দফতরের তরফে…

Chinese hackers US Treasury breach

ওয়াশিংটন: মার্কিন অর্থ দফতরে চিনা হ্যাকার হানা৷ চলতি মাসের গোড়ার দিকেই এই সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর৷ তবে সোমবার আমেরিকার অর্থ দফতরের তরফে খবরটি প্রকাশ্যে আনা হয়৷ অর্থ দফতরের কম্পিউটারগুলি হ্যাক করে বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ জানা গিয়েছে, এর নেপথ্যে রয়েছে চিনা ‘সরকার মদতপুষ্ট’ হ্যাকারদের হাত৷ (Chinese hackers US Treasury breach)

কী ভাবে হ্যাক? Chinese hackers US Treasury breach

কিন্তু কী ভাবে আমেরিকার অর্থ দফতরের কম্পিউটারে উঁকি দিল হ্যাকাররা? সেই ব্যাখ্যা দিয়েছে ওয়াশিংটন। জানানো হয়েছে, সাইবার নিরাপত্তা পরিষেবার সঙ্গে যুক্ত তৃতীয় সংস্থার মাধ্যমে হ্যাকারেরা অর্থ দফতরের কর্মীদের কম্পিউটার হ্যাক করে নিয়েছে৷ প্রযুক্তিগত পরিষেবার জন্য ব্যবহৃত একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবার সাহায্যে এই সাইবার হামলা চালিয়েছে চিনা হ্যাকাররা। কোনও ভাবে সেই পরিষেবার মধ্যে দিয়েই অর্থ দফতরের সিস্টেমে ঢুকে পড়েন তাঁরা। নতুন করে কি কোনও মতলব আঁটছে চিন? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 

   

‘বিয়ন্ডট্রাস্ট’-এর নিরাপত্তা লঙ্ঘন Chinese hackers US Treasury breach

অর্থ দফতরের তরফে মার্কিন আইনপ্রণেতাদের চিঠি পাঠিয়ে কম্পিউটার হ্যাকের বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ, থার্ড পার্টি সিকিউরিটি সার্ভিস ‘বিয়ন্ডট্রাস্ট’ এর নিরাপত্তাজাল ছিড়ে বিভিন্ন অসংগঠিত তথ্য হাতিয়ে নিয়েছেন চিনা হ্যাকাররা। গত ৮ ডিসেম্বর সাইবার নিরাপত্তা প্রদানকারী এই সংস্থা আমেরিকার অর্থ দফতরকে সাইবার হানার বিষয়ে সূচিত করেন। মার্কিন আইনপ্রণেতাদের পাঠানো  চিঠিতে এই ঘটনাকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করা হয়েছে৷ একইসঙ্গে বিষয়টি গভীর উদ্বেগের বলেও উল্লেখ করা হয়েছে৷ গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন৷ 

বন্ধ ‘বিয়ন্ডট্রাস্ট’-এর পরিষেবা Chinese hackers US Treasury breach

সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার অর্থ দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত ‘বিয়ন্ডট্রাস্ট’-এর পরিষেবা বন্ধ রাখা হয়েছে। একটাই স্বস্তির বিষয় যে, দ্বিতীয় বার হ্যাকাররা অর্থ দফতরের সিস্টেমে ঢোকার চেষ্টা করেননি। সে দিক থেকে বিষয়টি সুরক্ষিত রাখা গিয়েছে। তবে এই বিষয়ে মুখ খোলেনি এফবিআই। কোনও রকম মন্তব্য করতে চাননি ওয়াশিংটনে নিযুক্ত চিনের দূতাবাসের মুখপাত্রও।

World: In early December, Chinese government-backed hackers breached the US Treasury’s computers, stealing important data. Revealed Monday, the cyber attack exploited a cybersecurity service to gain access.