ট্রাম্পের পর চিন: ভারত-পাকিস্তান সংঘাত মেটানোর কৃতিত্ব দাবি বেজিং-এর

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার কৃতিত্ব দাবি করল চিন। মঙ্গলবার বেজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই দাবি…

China's role in India-Pakistan conflict

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার কৃতিত্ব দাবি করল চিন। মঙ্গলবার বেজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই দাবি করেন, চলতি বছরের মে মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে যে সামরিক সংঘাত সৃষ্টি হয়েছিল, তা নিয়ন্ত্রণে বেজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Advertisements

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে এক ভয়াবহ সামরিক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার পেছনে চিনের ‘নিরপেক্ষ ও ন্যায়সংগত’ অবস্থানের অবদান রয়েছে বলে দাবি ওয়াং ই-র।

   

সংঘাতের প্রেক্ষাপট ও ভারতের অবস্থান

গত ২২ এপ্রিল পহেলগামে একটি জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। জবাবে ভারত পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামো ধ্বংস করতে ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। পরবর্তীতে এই অভিযান সামরিক স্থাপনা পর্যন্ত বিস্তৃত হয়।

তবে ভারত বরাবরই কাশ্মীর বা পাকিস্তান ইস্যুতে যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা সরাসরি প্রত্যাখ্যান করে আসছে। নয়াদিল্লির স্পষ্ট অবস্থান- ‘৭-১০ মে-র সামরিক উত্তেজনা কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপে নয়, বরং দুই দেশের সামরিক স্তরে সরাসরি আলোচনার মাধ্যমেই মিটেছে।’

ভারত ও পাকিস্তানের মধ্যকার যেকোনো সমস্যা দ্বিপাক্ষিক (Bilateral) আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।

ওয়াং ই-র বক্তব্যে বিশ্ব পরিস্থিতির প্রতিফলন China’s role in India-Pakistan conflict

আন্তর্জাতিক পরিস্থিতি এবং চিনের বিদেশনীতি নিয়ে আয়োজিত ওই আলোচনা সভায় ওয়াং ই বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমান সময়ে স্থানীয় ও সীমান্ত সংঘাত সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি দাবি করেন, চিন বেশ কিছু আন্তর্জাতিক সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে, যার মধ্যে রয়েছে-

  • উত্তর মিয়ানমার সংকট।
  • ইরানের পরমাণু ইস্যু।
  • ভারত-পাকিস্তান উত্তেজনা।
  • প্যালেস্টাইন-ইসরায়েল সংঘাত।
  • কম্বোডিয়া ও থাইল্যান্ডের সাম্প্রতিক সীমান্ত বিরোধ।

ট্রাম্পের পর এবার চিন: অস্বস্তিতে নয়াদিল্লি

কয়েক মাস আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তান ইস্যুতে মধ্যস্থতার দাবি করেছিলেন, যা ভারত কড়া ভাষায় প্রত্যাখ্যান করে। এবার চিনের এই দাবি ভারতের সেই পুরোনো অস্বস্তিকে আবারও উসকে দিল। কূটনীতিকদের মতে, দক্ষিণ এশিয়ায় নিজের আধিপত্য বজায় রাখতেই চিন এই ধরনের দাবি করছে, যদিও ভারত সরকার এই বিষয়ে তাদের পুরনো ‘নো থার্ড পার্টি ইন্টারভেনশন’ নীতিতেই অনড়।

World: Chinese Foreign Minister Wang Yi claims Beijing mediated the 2025 India-Pakistan military conflict following Operation Sindoor. While China seeks credit alongside Donald Trump, New Delhi rejects third-party intervention, citing direct DGMO talks

Advertisements