শুল্কচাপে দমবন্ধ চিন, ভারতীয় পণ্যের জন্য খুলছে বাজারের দরজা

চিন-মার্কিন শুল্কযুদ্ধে বড় ধাক্কা খেল বেজিং। মার্কিন প্রশাসন চিনা পণ্যের উপর ২৪৫ শতাংশ শুল্ক চাপানোর ফলে বিপাকে পড়েছে চিনের রফতানি ব্যবসা। এই অবস্থায় ভারতের দিকে…

China opens market to Indian products

চিন-মার্কিন শুল্কযুদ্ধে বড় ধাক্কা খেল বেজিং। মার্কিন প্রশাসন চিনা পণ্যের উপর ২৪৫ শতাংশ শুল্ক চাপানোর ফলে বিপাকে পড়েছে চিনের রফতানি ব্যবসা। এই অবস্থায় ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াল বেজিং। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিনা রাষ্ট্রদূত জু ফেইহং জানিয়েছেন, ভারতীয় পণ্যের জন্য চিনের বাজার খুলে দিতে প্রস্তুত জিনপিং প্রশাসন।(China opens market to Indian products)

Advertisements

রাষ্ট্রদূতের কথায়, বেশ কিছু ভারতীয় পণ্যকে চিনা বাজারে প্রবেশের ছাড়পত্র দিতে চায় বেজিং। একইসঙ্গে তাঁর আশা, ভারতও চিনা সংস্থাগুলিকে স্বচ্ছ এবং বৈষম্যহীন বাণিজ্যিক পরিবেশ দেবে। ফেইহং বলেন, “চিন কখনওই ইচ্ছাকৃতভাবে বাণিজ্য ঘাটতি বাড়ায় না।”

   

চিনা রাষ্ট্রদূত জু ফেইহং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের বহু পণ্যের জন্য চিনের বাজারে জায়গা তৈরি করতে চায় বেজিং। পালটা ভারতের কাছেও তাঁর আবেদন—চিনা সংস্থাগুলিকে যেন ভারতে ব্যবসার জন্য স্বচ্ছ, অবাধ ও বৈষম্যহীন পরিবেশ দেওয়া হয়। ফেইহং স্পষ্ট ভাষায় বলেন, “চিন ইচ্ছাকৃতভাবে বাণিজ্য ঘাটতি বাড়াতে চায় না। বরং আমরা বিশ্বাস করি, ভারত-চিন সম্পর্ক হতে পারে সত্যিকারের ‘উইন-উইন’ পার্টনারশিপ।”

বলে রাখা ভালো, বর্তমানে ভারত-চিন বাণিজ্য ঘাটতির অঙ্ক ছুঁয়েছে ৯৯ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্লেষকদের মতে, চিন যদি সত্যিই ভারতীয় পণ্যের জন্য বাজারের দরজা খুলে দেয়, তাহলে সেই ঘাটতির একটা বড় অংশ কমে আসবে।

এই মুহূর্তে চিন-মার্কিন বাণিজ্য সম্পর্ক তপ্ত। শুল্কের পাল্টা শুল্কে চলছে যুদ্ধ। এমনকি আমেরিকার বহুজাতিক বিমান সংস্থা বোয়িং-এর থেকে আর নতুন করে কোনও বিমান না কেনার নির্দেশ দিয়েছে চিন সরকার।

Advertisements

জিনপিং প্রশাসন আগেই ইঙ্গিত দিয়েছিল, বিশ্ববাজারে নিজেদের অবস্থান ফের মজবুত করতে বিনিয়োগ ও বাণিজ্যের জন্য দরজা খুলতে চায় তারা। ভারত সেই পরিকল্পনায় অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী হতে পারে—এই বার্তাই যেন এল সরাসরি বেজিং থেকে।

 

World: China faces a major setback as the US imposes a 245% tariff on Chinese goods. In response, Beijing signals readiness to open its markets to Indian products, hoping to balance the $99B trade deficit and strengthen economic ties with India.