আমেরিকার পণ্যে পাল্টা ১৫ শতাংশ শুল্ক চাপাল চিন! কী ভাবছেন ট্রাম্প?

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকেই চিনের সঙ্গে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ৷ এবার পাল্টা আমেরিকার পণ্যের উপরেও ১০ থেকে ১৫ শতাংশ…

china imposes counter tariffs on us

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকেই চিনের সঙ্গে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ৷ এবার পাল্টা আমেরিকার পণ্যের উপরেও ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করল চিন! আমেরিকা থেকে আসা কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম ও বড় গাড়ির উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা করেছে বেজিং৷ পাশাপাশি, গুগলের বিরুদ্ধে অ্যান্টি-ট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করার কথাও জানিয়েছে চিন৷ 

চিনের বিদেশ মন্ত্রকের তরফে মঙ্গলবার আরও জানানো হয়, ‘‘যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) নিয়ম লঙ্ঘন করেছে। এটি শুধু তাদের নিজস্ব সমস্যা সমাধানে সহায়তা করেনি, বরং চিন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করেছে।’’

   

আমেরিকা চিনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার পরই পাল্টা পদক্ষেপ হিসেবে ১৫ শতাংশ শুল্ক কার্যকর করল চিন৷ হোয়াইট হাউস জানিয়েছিল, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আবহে এ বার পাল্টা চাল দিল চিন।

আগামী কয়েক দিনের মধ্যেই শুল্ক নিয়ে আলোচনা হতে পারে ট্রাম্প-জিনপিংয়ের মধ্যে। আসন্ন ‘বাণিজ্য-যুদ্ধ’-র আবহে এই প্রথম এত গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় বসবে দুই দেশ। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জে চিনের প্রতিনিধি ফু কং জানিয়েছেন, আসন্ন নিরাপত্তা কাউন্সিলের বৈঠকেও মোলাকাত হতে পারে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও-র।

এদিকে, গুগলের বিষয়ে চিনের বাজার নিয়ন্ত্রণ সংস্থা (State Administration for Market Regulation) জানিয়েছে, গুগলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে, উল্লেখযোগ্য যে, গুগলের সার্চ ইঞ্জিন চিনে নিষিদ্ধ, কিন্তু কোম্পানিটি স্থানীয় অংশীদারদের মাধ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে রয়েছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানও।

এছাড়া, চিন নতুন কিছু বাণিজ্যিক পদক্ষেপও নিয়েছে। এর মধ্যে রয়েছে টানস্টেন সম্পর্কিত উপকরণের রপ্তানি নিয়ন্ত্রণ এবং ক্যালভিন ক্লাইন-এর মালিক প্রতিষ্ঠান PVH কর্পোরেশন ও ইলিউমিনা ইনকর্পোরেশনকে ‘অনির্ভরযোগ্য সত্তা’ তালিকায় অন্তর্ভুক্ত করা।

এদিকে, চিনের অফশোর ইউয়ান ০.৩ শতাংশ কমে ৭.৩৩৪০-এ নেমে গিয়েছে, কারণ কিছু মার্কিন পণ্যের ওপর ১০ শতাংশ ট্যারিফ আরোপ করা হয়েছে। ইউয়ানের অনশোর বাজার চিনের লুনার নিউ ইয়ার ছুটির কারণে বন্ধ ছিল। একই সঙ্গে, অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ড ডলারও ০.৮ শতাংশ কমেছে।

এদিকে, গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, চিন অবৈধ মাদক আমদানি বন্ধ করতে ব্যর্থ হয়েছে। ট্রাম্পের প্রশাসন এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছে, যার মধ্যে চিনের ওপর উচ্চতর শুল্ক আরোপ করা হতে পারে।