৫ বছরের ভিসা, একে অপরের নাগরিকদের জন্য চালু করল চিন-অস্ট্রেলিয়া

চিন ও অস্ট্রেলিয়া একে অপরের দেশের নাগরিকদের পর্যটন ও ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করছে। শুক্রবার থেকেই এই ধরণের ভিসা…

China-Australia Visa

চিন ও অস্ট্রেলিয়া একে অপরের দেশের নাগরিকদের পর্যটন ও ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করছে। শুক্রবার থেকেই এই ধরণের ভিসা ব্যবস্থা চালু হচ্ছে বলে জানিয়েছে চিনের বিদেশমন্ত্রক। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতির একটি ঝাপ বলে জানানো হয়েছে।

চিনের নাগরিকরা এর আগে অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য ১ বছর পর্যন্ত বা ঘন ঘন যাতায়তের জন্য ১০ বছর পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারতেন। এবার অস্ট্রেলিয়ায় চিনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সফরের পরই দুই দেশের নাগরিকদের জন্য ৫ বছরের মাল্টিপল ভিসা চালুর হল।

   

চিনা প্রধানমন্ত্রীর ওই সফরে দুই দেশের মধ্যেকার দ্বিপক্ষীয় সম্পর্কে কয়েক বছরের বরফ গলেছে। সম্পর্ক স্থিতিশীল হয়েছে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চিন ২০২০ সালে কূটনৈতিক বিরোধের কারণে কয়লা, ওয়াইন, বার্লি, কাঠ সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে অস্ট্রেলিয়ার লবস্টার রফতানি ছাড়া এখন সব বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

গত রবিবার অস্ট্রেলিয়া সফরকালে চিনের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনার পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক জোরদারের জন্য ‘পান্ডা কূটনীতির’ও আশ্রয় নেন।

করোনাভাইরাস মহামারীর কারণে সীমান্ত বন্ধ ছিল। চিন গত বছর কয়েকটি দেশের পর্যটকদের জন্য ভিসার শর্ত কিছুটা শিথিল করেছিল। তবে এবার চিনা প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরের সময় জানিয়েছেন যে, চিন অস্ট্রেলিয়ার নাগরিকদেরকে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দেবে। ফলে অস্ট্রেলিয়ার নাগরিকরা এবার ভিসা ছাড়াই ১৫ দিন পর্যন্ত চিনে ভ্রমণ করতে পারবেন।