Bangladesh Violence: ৮ বছরের শিশুর ধর্ষণ-মৃত্যুতে ঢাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ফের সংখ্যালঘুদের উপর হামলা

child-rape-victim-dies-dhaka-police-restricts-rallies

বাংলাদেশ পুলিশ রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ নিষিদ্ধ করেছে। নারী নিরাপত্তার দাবিতে আন্দোলনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৮ মার্চ মাগুরায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র হয়েছে।

Advertisements

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) এক বিবৃতিতে জানায়, “জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় (ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোড) কোনো সভা, সমাবেশ, মিছিল বা গণজমায়েত নিষিদ্ধ করা হল। এই নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।”

ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (ISPR) জানায়, “মাগুরায় নির্যাতিত শিশুটি আজ দুপুর ১টায় মারা গেছে। তাঁর আজ সকালে তিনবার হৃদস্পন্দন বন্ধ হয়। দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর ফিরে আসেনি। গত ৮ মার্চ গুরুতর অবস্থায় তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল।” প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন।

Advertisements

এদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে, চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) সংখ্যালঘু ও আদিবাসীদের উপর ৯২টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১টি খুন, ৩টি ধর্ষণ, ২৫টি মন্দিরে হামলা, ৩৮টি বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর এবং ৬টি অন্যান্য হামলা রয়েছে। গত বছরের ৪ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাসে সংখ্যালঘুদের উপর ২,১৮৪টি হামলার তথ্যও তাঁরা প্রকাশ করেছে।

শিশুটির মৃত্যুতে জনরোষ আরও বেড়েছে। নারী ও শিশুদের নিরাপত্তার দাবিতে চলমান আন্দোলনের মুখে পুলিশের এই নিষেধাজ্ঞা বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, এটি জনগণের কণ্ঠরোধের চেষ্টা। তবে পুলিশ জানিয়েছে, শান্তি বজায় রাখাই তাদের লক্ষ্য।