Gen Z-এর পছন্দে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন সুশীলা কারকি?

কাঠমান্ডু: মঙ্গলবার পতন হয়েছে কে পি শর্মা অলির জোট সরকারের। এবার নেপালের বাগডোর কার হাতে উঠবে সেই নিয়ে বুধবার দিনভর জল্পনা শেষে সামনে উঠে এল…

কাঠমান্ডু: মঙ্গলবার পতন হয়েছে কে পি শর্মা অলির জোট সরকারের। এবার নেপালের বাগডোর কার হাতে উঠবে সেই নিয়ে বুধবার দিনভর জল্পনা শেষে সামনে উঠে এল যুবসমাজের পছন্দের নাম। চিফ জাস্টিস সুশীলা কারকিকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চান নেপালের প্রতিবাদী জেন জি।

Advertisements

এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন এই নিয়ে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় ৫ হাজার যুবক যুবতী। প্রথমে কাঠমান্ডুর মেয়র বালেন শাহর নাম উঠে এলেও তাঁকে একাধিকবার ফোনের পরও কোনও উত্তর না মেলায় চিফ জাস্টিসকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ করে নেপালের যুব সমাজ।

   

এর আগে কারকিকে নেপালের অন্তর্বর্তী কালীন দায়িত্ব গ্রহণের জন্য আবেদন করা হলে কমপক্ষে এক হাজার সইয়ের দাবি জানান কারকি। সূত্রের খবর, এক হাজারের পরিবর্তে প্রায় ২৫০০ সই পড়ে সুশীলা কারকির নামে। অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার দৌড়ে কারকি এগিয়ে থাকলেও নেপালের বিদ্যুৎ বিভাগের প্রধান কুলমান ঘিসিং, ধারানের মেয়র হারকা সাম্পাং সহ যুব নেতা সাগর ধাকালের নামও উঠে এসেছে।

যদিও, এখনও পাকাপাকি ভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সূত্রের মতে সুশীলা কারকি এবেদন গ্রহণ করলে সর্বপ্রথমে তিনি সেনা প্রধানের সঙ্গে কথা বলতে পারেন। তারপর রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সম্মতি সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করবেন। ডিসকর্ড অ্যাপে নিজেদের পছন্দসই নেতাদের ভোট দিচ্ছে নেপালের যুব সমাজ।

সুশীলা কারকি কে?

নেপালের ইতিহাসে সর্বপ্রথম কোনও মহিলা হিসেবে চিফ জাস্টিসের দায়িত্ব পালন করেছেন ৭২ বছর বয়সী সুশীলা কারকি। ২০১৬ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্ব সাংবিধানিক পরিষদের মনোনয়নে তৎকালীন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন সুশীলা কারকি। আইনি জীবন শুরুর আগে শিক্ষকতা করতেন তিনি।