ওয়াশিংটন: আমেরিকার রক্ষণশীল রাজনীতির তরুণ মুখ ছিলেন তিনি৷ ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং রিপাবলিকান যুবভোট সংগঠনের অন্যতম স্থপতি৷ বৃহস্পতিবার উটাহ-তে এক কলেজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি৷ সেখানেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল চার্লি কার্ক (৩১)-কে। ঘটনাটি শুধু রিপাবলিকান মহল নয়, গোটা আমেরিকাজুড়েই রাজনৈতিক হিংসার নতুন আতঙ্ক সৃষ্টি করেছে।
বিতর্কসভা থেকে মৃত্যু
“দ্য আমেরিকান কামব্যাক ট্যুর”-এর সূচনা উপলক্ষে উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত হয়েছিলেন কার্ক। সাদা তাঁবুর নিচে বসে শ্রোতাদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চলছিল তখন। তখনই বন্দুকের গুলি এসে গলায় বেধে তাঁর। ভিডিয়োতে দেখা গিয়েছে-হঠাৎ রক্ত ঝরতে শুরু করে৷ আতঙ্কে চিৎকার করে পালাতে থাকেন দর্শকরা।
এফবিআই জানিয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলেও পরে মুক্তি দেওয়া হয়েছে। প্রকৃত হামলাকারী এখনও পলাতক। ইতিমধ্যেই শুরু হয়েছে ডোর-টু-ডোর ম্যানহান্ট।
ট্রাম্পের শ্রদ্ধা ও রাজনৈতিক সঙ্কেত charlie kirk shot killed
শোকাহত ট্রাম্প চার্লি কার্ককে “একজন কিংবদন্তি, আমেরিকার তরুণ প্রজন্মের হৃদয় জয় করা নেতা” হিসেবে উল্লেখ করেছেন। স্ত্রী মেলানিয়ার সঙ্গে পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন, “চার্লি, আমরা তোমাকে ভালোবাসি।”
ট্রাম্প প্রতীকী জাতীয় শোক ঘোষণা করে রবিবার সন্ধ্যা পর্যন্ত গোটা আমেরিকায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। পাশাপাশি, হত্যাকাণ্ডের জন্য সরাসরি “র্যাডিক্যাল লেফট”-কে দায়ী করে দোষীদের খুঁজে বের করার অঙ্গীকার করেন।
সহিংস রাজনীতির আবহ
গত বছর প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হত্যাচেষ্টা থেকে শুরু করে মিনেসোটার আইনপ্রণেতা খুন এবং কলোরাডোর ফায়ারবম্ব হামলা, রাজনৈতিক হিংসার ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড নতুন মাত্রা যোগ করল। বিশ্লেষকদের মতে, আমেরিকান গণতন্ত্র আজ এক গভীর অস্থিরতার সীমানায় দাঁড়িয়ে।
এক প্রজন্মের রক্ষণশীল প্রতীক
মাত্র ১৮ বছর বয়সে টার্নিং পয়েন্ট ইউএসএ গড়ে রক্ষণশীল মহলে আলোচনায় আসেন চার্লি কার্ক। তীক্ষ্ণ বক্তৃতা, সাংস্কৃতিক লড়াই এবং ক্যাম্পাস রাজনীতিতে সরব উপস্থিতি তাঁকে করে তোলে রিপাবলিকান যুবসমর্থনের মুখপাত্র।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া, ধনাঢ্য দাতাদের সমর্থন টানা এবং যুবসমাজকে রিপাবলিকান আদর্শের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে কার্কের অবদান ছিল অগ্রগণ্য। তাঁর নাম জড়িয়ে গিয়েছে আমেরিকান ডানপন্থী রাজনীতির সাম্প্রতিক উত্থানের সঙ্গে।
কিন্তু যেখান থেকে তিনি তরুণদের সামনে “গণতান্ত্রিক বিতর্ক” চালু রাখতে চেয়েছিলেন, ঠিক সেই মঞ্চেই মৃত্যু এল তাঁকে গ্রাস করতে। চার্লি কার্কের অকালপ্রয়াণ আমেরিকান রাজনীতিকে গভীর প্রশ্নের সামনে দাঁড় করাল৷ তরুণ কণ্ঠস্বর কি আর নিরাপদ নয় এই বিভাজিত গণতন্ত্রে?
World: Charlie Kirk, a prominent young figure in American conservative politics and close ally of Donald Trump, was shot and killed at a Utah college event. The murder of the 31-year-old Republican has sparked fears of political violence across the US.