কানাডার নয়া নীতিতে বিশেষ সুযোগ ভারতীয় পড়ুয়া – কর্মচারীদের

কানাডিয়ান প্রসিডেন্ট জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর ওপেন পারমিটস (ওডব্লিউপি) নীতিতে বদল আনতে চলেছে কানাডা সরকার । এই নীতির ফলে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারে বিদেশি…

Canada Denies Media Report Claiming PM Modi Was Aware of Nijjar Murder Plot

কানাডিয়ান প্রসিডেন্ট জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর ওপেন পারমিটস (ওডব্লিউপি) নীতিতে বদল আনতে চলেছে কানাডা সরকার । এই নীতির ফলে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারে বিদেশি ছাত্রছাত্রীরা, কর্মচারীদের স্ত্রী এবং স্বামীরা । আগামী ২১ শে জানুয়ারী থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে সেই দেশের সরকার ।

কানাডায় পাঠরত ছাত্রছাত্রীদের একটা বড়ো সংখ্যা হলো ভারতীয়। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, সেই দেশের মোট বিদেশি পড়ুয়াদের অন্তত ৩৭ শতাংশই ছিল ভারতীয়। ফলে নতুন নীতিতে বহু ভারতীয় পড়ুয়া ও কর্মচারীরা বিশেয সুযোগ সুবিধা গ্রহন করবে বলে মনে করা হচ্ছে ।

   

এই নীতিতে বিদেশি ছাত্রছাত্রীদের এবং কিছু বিশেষ ক্ষেত্রে চাকরি করা ব্যক্তিরা নতুন করে ওডব্লিউপি (ওপেন ওয়ার্ক পারমিট)-র জন্য আবেদন করতে পারবেন। যার ফলে, কানাডায় পড়াশোনা বা চাকরি করার সময় তাঁদের স্ত্রী বা স্বামীদেরও কানাডায় থাকতে এবং কিছু সময়ের জন্য চাকরি করার অনুমতি পেতে পারবে । যার অনুমতি আগে ছিল না। কোন কোন পড়ুয়া বা কর্মীরা তাঁদের স্ত্রী বা স্বামীদের কানাডায় আনতে পারবেন, তা নির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়ছে এই নীতিতে ।

নীতির আওতায় থাকবে কানাডায় স্নাতকোত্তর পাঠরত (যার মেয়াদ ১৬ মাসের বেশি) ছাত্রছাত্রীদের স্ত্রী বা স্বামীরা নতুন ওডব্লিউপি-তে আবেদন করতে পারবেন।
এরই পাশাপাশি নির্দিষ্ট কিছু বিষয়েও পড়াশোনা করলেও এই সুযোগের আওতায় পাওয়া যাবে। একইভাবে টিয়ার-১, সীমিত টিয়ার-২ এবং টিয়ার-৩ ক্যাটাগরিতে কাজ করা কর্মীদের স্ত্রী বা স্বামীও কানাডায় থাকার এবং কাজ করার জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের অন্তত ১৬ মাস কানাডায় চাকরি করার অনুমতি থাকবে ।