কানাডিয়ান প্রসিডেন্ট জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর ওপেন পারমিটস (ওডব্লিউপি) নীতিতে বদল আনতে চলেছে কানাডা সরকার । এই নীতির ফলে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারে বিদেশি ছাত্রছাত্রীরা, কর্মচারীদের স্ত্রী এবং স্বামীরা । আগামী ২১ শে জানুয়ারী থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে সেই দেশের সরকার ।
কানাডায় পাঠরত ছাত্রছাত্রীদের একটা বড়ো সংখ্যা হলো ভারতীয়। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, সেই দেশের মোট বিদেশি পড়ুয়াদের অন্তত ৩৭ শতাংশই ছিল ভারতীয়। ফলে নতুন নীতিতে বহু ভারতীয় পড়ুয়া ও কর্মচারীরা বিশেয সুযোগ সুবিধা গ্রহন করবে বলে মনে করা হচ্ছে ।
এই নীতিতে বিদেশি ছাত্রছাত্রীদের এবং কিছু বিশেষ ক্ষেত্রে চাকরি করা ব্যক্তিরা নতুন করে ওডব্লিউপি (ওপেন ওয়ার্ক পারমিট)-র জন্য আবেদন করতে পারবেন। যার ফলে, কানাডায় পড়াশোনা বা চাকরি করার সময় তাঁদের স্ত্রী বা স্বামীদেরও কানাডায় থাকতে এবং কিছু সময়ের জন্য চাকরি করার অনুমতি পেতে পারবে । যার অনুমতি আগে ছিল না। কোন কোন পড়ুয়া বা কর্মীরা তাঁদের স্ত্রী বা স্বামীদের কানাডায় আনতে পারবেন, তা নির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়ছে এই নীতিতে ।
নীতির আওতায় থাকবে কানাডায় স্নাতকোত্তর পাঠরত (যার মেয়াদ ১৬ মাসের বেশি) ছাত্রছাত্রীদের স্ত্রী বা স্বামীরা নতুন ওডব্লিউপি-তে আবেদন করতে পারবেন।
এরই পাশাপাশি নির্দিষ্ট কিছু বিষয়েও পড়াশোনা করলেও এই সুযোগের আওতায় পাওয়া যাবে। একইভাবে টিয়ার-১, সীমিত টিয়ার-২ এবং টিয়ার-৩ ক্যাটাগরিতে কাজ করা কর্মীদের স্ত্রী বা স্বামীও কানাডায় থাকার এবং কাজ করার জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের অন্তত ১৬ মাস কানাডায় চাকরি করার অনুমতি থাকবে ।