কানাডায় অভিবাসন সঙ্কট: কেন আইনি মর্যাদা হারাতে পারেন ১০ লক্ষ ভারতীয়?

ভারতের পর পাঞ্জাব বলা হয় যে দেশকে, সেই কানাডায় এবার বড়সড় অভিবাসন সঙ্কটের মেঘ ঘনীভূত হচ্ছে। বিপুল সংখ্যক ভারতীয়সহ কয়েক লক্ষ বিদেশি নাগরিক সে দেশে…

Canada Immigration Crisis

ভারতের পর পাঞ্জাব বলা হয় যে দেশকে, সেই কানাডায় এবার বড়সড় অভিবাসন সঙ্কটের মেঘ ঘনীভূত হচ্ছে। বিপুল সংখ্যক ভারতীয়সহ কয়েক লক্ষ বিদেশি নাগরিক সে দেশে ‘অবৈধ’ হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ১০ লক্ষ ৫৩ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে এবং ২০২৬ সালে আরও ৯ লক্ষ ২৭ হাজার পারমিটের মেয়াদ ফুরোতে চলেছে।

Advertisements

বিপাকে প্রায় ১০ লক্ষ ভারতীয়

মিসিসাগা ভিত্তিক অভিবাসন বিশেষজ্ঞ কানওয়ার সেহরা ‘ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা’ (IRCC) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানিয়েছেন, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ কানাডায় প্রায় ২০ লক্ষ মানুষ আইনি নথিপত্রহীন বা ‘আউট অফ স্ট্যাটাস’ হয়ে পড়তে পারেন। আশঙ্কার বিষয় হলো, এই বিশাল জনসংখ্যার প্রায় অর্ধেকই ভারতীয়। কানওয়ারের মতে, এটি অত্যন্ত রক্ষণশীল হিসাব; কারণ এর বাইরেও হাজার হাজার স্টাডি পারমিটের মেয়াদ শেষ হবে এবং অনেক আশ্রয়প্রার্থীর আবেদন বাতিল হতে পারে।

   

কেন এই পরিস্থিতি? Canada Immigration Crisis

কানাডা সরকার ইদানীং অস্থায়ী কর্মী এবং আন্তর্জাতিক ছাত্রদের জন্য অভিবাসন নিয়ম অত্যন্ত কঠোর করেছে। আগে ওয়ার্ক পারমিট শেষ হলে স্থায়ী নাগরিকত্ব (PR) পাওয়ার যে সুযোগ থাকত, এখন তা অনেকটাই সীমিত। ফলে সঠিক ভিসা বা স্থায়িত্ব না পাওয়ায় বৈধ মর্যাদা হারাচ্ছেন অভিবাসীরা। ২০২৬ সালের প্রথম তিন মাসেই প্রায় ৩ লক্ষ ১৫ হাজার মানুষের পারমিটের মেয়াদ শেষ হতে চলেছে, যা দেশটির অভিবাসন ব্যবস্থায় একটি ‘বটলনেক’ বা অচলাবস্থা তৈরি করছে।

বাড়ছে সামাজিক অস্থিরতা ও অবৈধ ক্যাম্প

ইতিমধ্যেই গ্রেটার টরন্টো এরিয়া, ব্রাম্পটন এবং ক্যালেডনের বনাঞ্চলে অস্থায়ী তাঁবু খাটিয়ে থাকতে দেখা যাচ্ছে নথিপত্রহীন মানুষদের। স্থানীয় সাংবাদিক নীতিন চোপড়ার দাবি, মর্যাদা হারানো ভারতীয়রা এখন জীবনধারণের জন্য নগদে (Cash) কাজ করতে বাধ্য হচ্ছেন। এমনকি আইনি জটিলতা এড়াতে অর্থের বিনিময়ে ‘বিয়ে’র মতো অসাধু চক্রও সক্রিয় হয়ে উঠেছে।

আন্দোলনের ডাক

এই মানবিক সঙ্কটের প্রতিবাদে জানুয়ারিতে বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ‘নওজোয়ান সাপোর্ট নেটওয়ার্ক’-এর মতো সংগঠনগুলো। তাদের স্লোগান, “কাজের জন্য যদি যোগ্য হই, তবে থাকার জন্যও যোগ্য” (Good enough to work, good enough to stay)। অস্থায়ী কর্মী ও পড়ুয়াদের বৈধভাবে থাকার সুযোগ দেওয়ার দাবিতে উত্তাল হতে চলেছে টরন্টো।

World: Canada faces a severe immigration crisis as nearly 2 million people, including 1 million Indians, risk becoming undocumented by 2026 due to expiring work permits. Tightened IRCC rules and visa restrictions are creating massive social challenges.

Advertisements