একটানা ৫৮ বছরের শাসন শেষ হয়ে গেল। জনতার ভোটে প্রায় ছয় দশক পর হীরক রাজার দেশে হলো পরিবর্তন। তীব্র উন্মাদনা হীরক রাজ্য (Botswana), বৎসোয়ানায়।
আফ্রিকার দেশ বৎসোয়ানার জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল ‘বৎসোয়ানা ডেমোক্র্যাটিক পার্টি’ প্রায় ছয় দশক ক্ষমতায় থাকার পর সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। প্রেসিডেন্ট মোকগউইৎসি মাসিসি পরাজয় মেনে নিয়েছেন।
১৯৬৬ সাল থেকে হীরে সমৃদ্ধ আফ্রিকার দেশ শাসন করেছে বৎসোয়ানা ডেমোক্র্যাটিক পার্টি। প্রধান বিরোধী দল থেকে আমব্রেলা ফর ডেমোক্রেটিক চেঞ্জ (ইউডিসি) এবার সরকার গঠন করবে। এ দেশটি হীরের জন্য বিখ্যাত। মাথা পিছু আয়ের নিরিখে তাবড় তাবড় দেশের থেকে এগিয়ে।
বৎসোয়ানার আইনসভার ৬১টি আসনের মধ্যে ৩১টি আসনে প্রথম যে দল আসবে, তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। তারাই প্রেসিডেন্ট হিসেবে প্রার্থীকে বসান এবং সরকার গঠন করেন।