শীতের হাওয়া থমকে দিয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগর থেকে ফের একটি ঘূর্ণিঝড় উপকূলের দিকে আসার সম্ভাবনা। যাবতীয় লক্ষণগুলি বিশ্লেষণ করে বাংলাদেশ আবহাওয়া বিভাগ (BMD) দিল ঘূর্ণি সতর্কতা। ঝড়টি পূর্ণাঙ্গ রূপ নিলে এর নাম হবে মিধিলি। মালদ্বীপ এই নামকরণ করেছে।
এবার ঘূর্ণিঝড় কোন দিকে আঘাত করবে এই বিশ্লেষণ করে বাংলাদেশ আবহাওয়া বিভাগের পরিচালক মহম্মদ আজিজুর রহমান জানান, শুক্রবার সকালের দিকে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি উত্তর ও উত্তর-পূর্ব দিক ধরে বাংলাদেশের দিকেই এগোচ্ছে। শনিবার (১৮ নভেম্বর) শেষ রাত থেকে সকাল নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঝড়।
বাংলাদেশ আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
গত মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘হামুন’ এর সৃষ্টি হয়েছিল। এই ঝড় গত ২৪ অক্টোবর বাংলাদেশের কুতুবদিয়ার কাছ দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করেছিল। হামুনের পর এবার মিধিলা হামলার মুখে বাংলাদেশ উপকূল। পরিস্থিতি দেখে উপকূলের খুলনা, বরিশাল ও চট্টোগ্রাম এই বিভাগের প্রশাসনকে সতর্ক করা হয়েছে। তবে সাগর থেকে এইবারের ঝড় ভারতের উপকূলের দিকে যাবে না বলেই মনে করছে বাংলাদেশ আবহাওয়া বিভাগ। তবে ভারতের পশ্চিমবঙ্গ উপকূল থাকবে উত্থান। উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা আছে।