HomeWorldরানওয়ে থেকে আকাশে ওঠার আগেই ভেঙে পড়ল কার্গো বিমান, নিহত অন্তত ৭

রানওয়ে থেকে আকাশে ওঠার আগেই ভেঙে পড়ল কার্গো বিমান, নিহত অন্তত ৭

- Advertisement -

আমেরিকার কেনটাকি (kentucky) রাজ্যের লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার এক ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকালে টেকঅফের প্রস্তুতি নিচ্ছিল একটি আমেরিকান সংস্থার কার্গো বিমান। তবে রানওয়ে থেকে কিছুক্ষণের মধ্যেই বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এবং ধোঁয়া উড়ে যায় বিমানবন্দর ও আশেপাশের এলাকায়।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় সাত জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়াও কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কর্তৃপক্ষ মনে করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার কারণে পুরো বিমানবন্দর এলাকা অচল হয়ে গেছে। স্থানীয় প্রশাসন বিমানবন্দরের আশেপাশের এলাকা বন্ধ করে দিয়েছে এবং জনসাধারণকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

   

বিমানটি কর্পোরেট কার্গো পরিবহন করছিল। প্রাথমিক তদন্ত অনুযায়ী, বিমানটি টেকঅফের সময়ে নিয়ন্ত্রণ হারিয়েছে এবং তা নিয়ে নিরাপত্তা সংক্রান্ত অনুসন্ধান শুরু হয়েছে। বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয় কর্মকর্তারা সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটি বা যান্ত্রিক সমস্যাকে তদন্তের অংশ হিসেবে বিবেচনা করছেন।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular