ব্রিটেনের নয়া ক্যাবিনেটে কলকাতা-যোগ, কে এই বঙ্গললনা?

 লন্ডনঃ  ব্রিটেনের নয়া মন্ত্রীসভায় এবার স্থান পেলেন বাঙালি কন্যা। লেবার পার্টির সদ্যগঠিত ক্যাবিনেটে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব সামলাবেন এই বঙ্গললনা। এইবার নির্বাচনে কনসারভেটিভ প্রার্থীকে…

লিসা নন্দী

 লন্ডনঃ  ব্রিটেনের নয়া মন্ত্রীসভায় এবার স্থান পেলেন বাঙালি কন্যা। লেবার পার্টির সদ্যগঠিত ক্যাবিনেটে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব সামলাবেন এই বঙ্গললনা। এইবার নির্বাচনে কনসারভেটিভ প্রার্থীকে পরাজিত করে এমপি হয়েছেন লিসা নন্দী। এর আগে এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন লুসি ফ্রেজার। তাঁকেই বিপুল ভোটে পরাজিত করেন তিনি। ২০০৬ সালে প্রথমবার কাউন্সিলর হিসেবে জয়ী হয়ে রাজনীতিতে প্রবেশ লিসার।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী স্টর্মার এই বিখ্যাত ফুটবল ক্লাবের অন্ধভক্ত!

   

তারপর ২০১০ সালে উইগান থেকে প্রথমবার লেবার পার্টির হয়ে এমপি নির্বাচিত হন তিনি। ২০২০ সালে জেরেমি করবিনের পদত্যাগের পর লেবার পার্টির রাশ কার হাতে যাবে তা নিয়ে দলের ভেতরে লড়াই শুরু হয়। তখন নয়া প্রধানমন্ত্রী কিয়ার স্ট্যামারের বিরুদ্ধে লড়াই করে তৃতীয় স্থান অর্জন করেছিলেন।

প্রশ্নফাঁসের জের, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET-এর কাউন্সেলিং

১৯৭৯ সালে ম্যাঞ্চেস্টারে জন্ম লিসার। নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে রাজনীতি নিয়ে পড়াশোনা করেন।  তারপর লন্ডন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বার্কবেক কলেজ থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হন তিনি। তাঁর মা লুই বায়ার্স ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন প্রযোজক। লুইয়ের বাবা লর্ড বায়ার্স হাউস অব লর্ডসে লিবারাল নেতা ছিলেন। সেই সূত্রে রাজনীতি যেন লিসার রক্তেই। ছাত্রাবস্থা থেকেই রাজনীতির প্রতি তাঁর টান ছিল চোখে পড়ার মতো। ঘনিষ্ট মহলে খুব কম বয়স থেকেই তিনি রাজনীতি সচেতন হিসেবে পরিচিত ছিলেন। 

‘অযোধ্যায় হারিয়েছি, গুজরাতেও…’, বিজেপিকে চরম হুঁশিয়ারি রাহুলের

লিসার বাবা দীপক নন্দী ১৯৩৬ সালে জন্য কলকাতায় জন্মগ্রহণ করেন। সেন্ট জ়েভিয়ার্সের এই প্রাক্তণ ছাত্র পঞ্চাশের দশকে ইংরেজি নিয়ে স্নাতকোত্তর পড়তে যান ব্রিটেনে। সেখানে লিডস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ইংরাজি নিয়ে। লিডসে পড়ার সময়েই ১৯৬৪ সালে মার্গারেট গ্রেসি নামে এক মহিলাকে বিয়ে করেন দীপক। পরে কেন্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন। পরবর্তীকালে দ্বিতীয়বার বিয়ে করেন লুই বায়ার্সকে। তাঁর ঘরেই জন্ম হয় লিসার।