আরও নাস্তানাবুদ বাইডেন! প্রেসিডেন্টের লড়াই থেকে জো-কে সরাতে এবার মরিয়া ওবামা

Barack Obama Wants Joe Biden To Pull Out Of US Presidential Race, প্সিডেন্ট পদের লড়াই থেকে সরে যান বাইডেন চাইছেন বারাক ওবামা

ঘরে বাইরে চাপ ছিলই। এবার সেই চাপে আরও ঘি পড়ল। নিভৃতবাসেই অস্বস্তি বাড়ল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ৮১ বছরের বর্ষীয়ান নেতা বাইডেনের লড়াই ঠেকাতে মরিয়া প্রাক্তনী বারাক ওবামা। ঘনিষ্ঠ মহলে বারাক সোচ্চারের সঙ্গে জানিয়েছেন যে, বাইডেনের উচিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং প্রেসিডেন্সিয়াল লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়া। কারণ, ওবামা মনে করছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে কমেছে।

মার্কিন মুলুকের প্রথমসারির সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর অনুসারে, ওবামা ইতিমধ্যেই এই বিষয়ে বাইডেনের সঙ্গে কথা বলেছেন। গত মাসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। যুক্তির জালে সেখানে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। তখন থেকেই বাইডেনের প্রতি ওবামা সহ ডেমোক্র্যাটদের একাংশের মোহভঙ্গ হতে শুরু করে। ডেমোক্র্যাটদের মধ্যে বাইডেনের বয়স এবং আরও একটি মেয়াদের জন্য তাঁর মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।

   

ডেমোক্র্যাটদের মধ্যে মার্কিন রিপ্রেজেন্টেটিভ সভার সদস্য অ্যাডাম শিফ সহ অনেকেই প্রকাশ্যে বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড় থেকে সরে যাওয়ার দাবি তুলেছিলেন। তবে, এসবের পরও প্রেসিডেন্ট বাইডেন অনড়। তিনি জানিয়েছেন, ফের নির্বাচনে লড়াই করে ট্রাম্পকে হারাবেন, এবং এ জন্য তিনিই উপযুক্ত।

ভোটে জিতেই বেপাত্তা! ৪৩ দিন পর বহরমপুরে পা রাখলেন তৃণমূল সাংসদ ইউসুফ

ওয়াশিংপোস্টের খবর অনুসারে, ওবামা ডেমোক্র্যাটদের সঙ্গে তাঁর কথোপকথনে স্পষ্ট করেছেন যে, বাইডেনের উপরই নির্ভর করছে প্রেসিডেন্ট পদে তাঁর প্রার্থীপদ সম্পর্কে পুনর্বিবেচনা করার বিষয়টি।

এদিকে, বুধবার লাস ভেগাসে প্রচারের আগেই প্রেসিডেন্ট বাইডেন কোভিড আক্রান্ত বলে জানা যায়। হোয়াইট হাউস জানিয়েছে, তাঁর শরীরে হালকা উপসর্গ রয়েছে। বর্তমানে তিনি ডেলাওয়্যার বিচ হাউসে নিভৃতবাসে রয়েছেন। দিন কয়েক প্রচারে অংশ নিতে পারবেন না।

মঙ্গলবার এক সমীক্ষায় উঠে এসেছে, প্রায় ৪০ শতাংশ ডেমোক্র্যাট ভোটারের মত- বাইডেনের পুনরায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করুন। প্রায় ৬৫ শতাংশ নিরপেক্ষ ভোটার এই মতামতের সঙ্গে সহমত পোষন করেছেন। এছাড়া, ডেমোক্র্যাটদের প্রায় ৫৮ শতাংশ মনে করেন যে, বাইড়েনের বয়স খুব বেশি। যার সঙ্গে একমত প্রায় ৭০ শতাংশ নিরপেক্ষ ভোটার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন