এক ফোনেই আপ্লুত কমলা হ্যারিস, এমনকী বললেন বারাক ওবামা-মিশেল?

শেষপর্যন্ত মিলল প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেলের সমর্থন। ফলে ডেমোক্র্যাটদের তরফে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিসের লড়াই চূড়ান্ত। প্রেসিডেনশিয়াল লড়াই…

Barack Obama and his wife Michelle endorse Kamala Harris for US president

শেষপর্যন্ত মিলল প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেলের সমর্থন। ফলে ডেমোক্র্যাটদের তরফে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিসের লড়াই চূড়ান্ত। প্রেসিডেনশিয়াল লড়াই থেকে জো বাইডেন সরতেই ডেমোক্র্যাটদের তরফে একাধিক তাবড় নেতার সমর্থন জিতে ছিলেন কমলা। কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে কমলা হ্যারিস আদৌ বারাক ওবামার সমর্থন পাবেন কি না, তা নিয়ে ছিল জল্পনা ছিলই। একাধিক সংবাদ মাধ্যমেও এ নিয়ে চর্চা জারি ছিল। অবশেষে সব জল্পনায় জল পড়ল। বারাক ও মিশেল এওবামার সমর্থন পেয়ে যারপরনাই অভিভূত কমলা হ্যারিস।

কমলাকে ভিডিও কলে তাঁদের সমর্থনের কথা জানিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী। বারাক ওবামা তাঁর সমর্থনের বার্তায় বলেন, ‘আমরা এটা জানাতে ফোন করেছি যে, মিশেল আর আমি তোমাকে সমর্থন করছি। এর থেকে বেশি গর্বিত আর কীসে হতে পারি? ওভাল অফিস পর্যন্ত পৌঁছনোর জন্য তোমাকে এই নির্বাচনে যথাসাধ্য সাহায্য করব।’

   

মিশেল ওবামা বলেছেন, ‘মাই গার্ল কমলা, আমি তোমার জন্য কত গর্বিত সেটা না বলা পর্যন্ত এই ফোন কল সম্পূর্ণ হয় না। এটা ঐতিহাসিক হতে চলেছে।’

বারাক ওবামার সমর্থন পেয়ে আপ্লুত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, ‘মিশেল, বারাক, এটা আমার কাছে অনেক বড় বিষয়। আমি তোমাদের সঙ্গে মিলে এটা করতে চাই…, যে কথা তোমরা বলেছ… যে বন্ধুত্ব গত কয়েক বছরে তোমাদের সঙ্গে রয়েছে, সেটা আমার প্রকাশের চেয়েও অনেক বেশি, ফলে ধন্যবাদ। এটা খুব বড় বিষয়, আমরা একটু হইহইও করব এটা নিয়ে… তাই নয় কি?’

অলিম্পিক শুরুর আগে ‘রেল নাশকতা’, প্যারিসের ট্রেন চলাচল বিপর্যস্ত

এক্স পোস্টে বারাক ওবামা কমলা হ্যারিসের ভূয়সী প্রশংসা করেন। প্রাক্তন প্রেসিডেন্ট লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একজন দুর্দান্ত প্রেসিডেন্ট হবেন এবং তাঁর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের দেশের জন্য এই সংকটময় মুহুর্তে, আমরা নভেম্বরে তাঁর জয় নিশ্চিত করার জন্য যা যা করতে পারি তাই তাই করছি।’

বারাক পত্নী মিশেল লেখেন, ‘কমলাকে নিয়ে খুব গর্বিত। বারাক এবং আমি তাকে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হিসেবে ওঁকে সমর্থন করতে পেরে খুবই উত্তেজিত।’

বিশ্বের সবচেয়ে মারাত্মক খাবার এটি, প্রতি বছর কাড়ে ২০ হাজার মানুষের প্রাণ!

মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড় থেকে আচমকাই সদ্য সরে যান জো বাইডেন। তারপরই ডোনাল্ড ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন কমলা হ্যারিস। এবারের মার্কিন ভোটে রিপাবলিকান ট্রাম্প বনাম লড়াই ডেমোক্র্যাট কমলা হ্যারিসের।