জঙ্গিদের প্রিয় জাকির নায়েকের পিস টিভি বাংলাদেশে ফের সম্প্রচারের চেষ্টা

রমজান মাসে ইফতার চলাকালীন ঢাকায় আল্লাহর নাম নিয়ে জঙ্গি হামলা হয়েছিল। ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান ক্যাফেতে বাংলাদেশি, ভারতীয়, ইটালীয়, জাপানি নাগকিকদের খুন করা হয়।…

Zakir Naik

রমজান মাসে ইফতার চলাকালীন ঢাকায় আল্লাহর নাম নিয়ে জঙ্গি হামলা হয়েছিল। ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান ক্যাফেতে বাংলাদেশি, ভারতীয়, ইটালীয়, জাপানি নাগকিকদের খুন করা হয়। হামলাকারীরা ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ভারতীয় জাকির নায়েকের ধর্মীয় প্রবচন চ্যানেল পিস টিভির (Peace TV) নিয়মিত দর্শক ছিল। জঙ্গিদের প্রিয় জাকির নায়েকের পিস টিভি বাংলাদেশে ফের চালু হবে?

পিস টিভি অনুষ্ঠান বাংলাদেশে ফের সম্প্রচার করানোর জন্য দেশটির সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান এই আইনি নোটিশ জমা করেছেন। এই মামলায় সরকার পক্ষের যুক্তি শুনবে সুপ্রিম কোর্ট।

   

উল্লেখ্য, বাংলাদেশে গতবছর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার জমানা শেষ হয়ে গেছে। তিনি ভারতে আশ্রিত। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস। তার শাসনে একাধিক উগ্র ইসলামি নেতা ও জঙ্গি জেল থেকে মুক্তি পেয়েছে। এবার ইউনূস সরকার যেন পিস টিভি পুনরায় চালু করে এই মর্মে আইনি নোটিশ ঘিরে বিতর্ক বাড়ছে।

Advertisements

এই নোটিশে বলা হয়েছে, ২০১৬ সালের জুলাইয়ে ঢাকায় হোলি আর্টিজানে হামলাকারীদের একজন জাকির নায়েকের অনুসারী ছিল এবং তার বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগের ভিত্তিতে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। তবে জুলাই অভ্যুত্থানের পরে গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার বন্ধ হয়নি। বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি না থাকায় কেবল অপারেটররা তা বন্ধ রেখেছেন।

ঢাকার গুলশান এলাকার হোলি আর্টিজান ক্যাফের মধ্যে জঙ্গি হামলার পর তৎকালী শেখ হাসিনার সরকার বাংলাদেশে পিস টিভি সম্প্রচার বন্ধ করে। পরে ভারত ছেড়ে সৌদি আরব, মালয়েশিয়ায় আশ্রয় নেয় পিস টিভির জাকির নায়েক।