বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার শুনানিতে তীব্র চাঞ্চল্য, কী ঘটল আদালতে?

বাংলাদেশে রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত চিন্ময়কৃষ্ণ দাসকে জেলে পাঠানোর পর থেকে গরম দেশটির রাজনীতি। চিন্ময়কৃষ্ণ ভক্ত ও ইসকন (ISKCON) অনুসারীদের হামলায় এক সরকারি আইনজীবীর মৃত্যুর পর থেকে…

Bangladesh

বাংলাদেশে রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত চিন্ময়কৃষ্ণ দাসকে জেলে পাঠানোর পর থেকে গরম দেশটির রাজনীতি। চিন্ময়কৃষ্ণ ভক্ত ও ইসকন (ISKCON) অনুসারীদের হামলায় এক সরকারি আইনজীবীর মৃত্যুর পর থেকে বিতর্ক চরমে। এরপর বাংলাদেশে (Bangladesh) ইসকন নিষিদ্ধ করার দাবি ওঠে।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ তথা ইসকন নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের উচিত হবে না আদালতে এমনই জানালেন সরকারপক্ষের আইনজীবী। বিবিসির খবর, ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে এর কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেছিলেন আইনজীবী মহম্মদ মনির উদ্দিন। তার আবেদনের প্রেক্ষিতে সরকারপক্ষের আইনজীবী হাইকোর্টে এই মন্তব্য করেন।

   

বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সরকারপক্ষ জানায় ইসকনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিষয়ে সরকার যে পদক্ষেপ নিয়ে তাতে সন্তুষ্ট প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত জানায়, দেশের সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই সবাই বসবাস করছে, সামনেও করবে।