ঢাকা: শেখ হাসিনা জমানায় ইতি পরতেই বিশৃঙ্খল বাংলাদেশ৷ চারিদিকে কট্টরবাদীদের বাড়বাড়ন্ত৷ চলছে হিন্দুদের উপর অত্যাচার৷ এরই মধ্যে আজ,শনিবার ছিল শহিদ বুদ্ধিজীবী দিবস৷ সেই উপলক্ষে ঢাকায় শহিদদের শ্রদ্ধা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন চুপু এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। কিন্তু, এখানেও গন্ডোগোল৷ জুতো পরেই স্মৃতিসৌধ চত্বরে ঢুকে পড়েন ইউনূস৷ সেই ছবি ফেসবুকে শেয়ার করেন তসলিমা নাসরিন৷ এই ছবি পোস্ট করে খোঁচা দিতে ছাড়েননি লেখিকা৷ (yunus wears shoes at the memorial)
ফেসবুক পোস্টে তলসিমার yunus wears shoes at the memorial
নিজের ফেসবুক পোস্টে তলসিমা লেখেন,‘শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি জুতো খুলে শহিদ বুদ্ধিজীবীদের সম্মান জানিয়েছেন, নোবেলজয়ী উপদেষ্টা স্মৃতিসৌধের চত্বর জুতোয় মাড়িয়ে তাঁদের সম্মান জানিয়েছেন।’ তাঁর এই পোস্ট ঘিরে শোরগোল পড়েছে৷ উঠেছে বিতর্কের ঝড়। কেউ কেউ আবার লিখেছেন, ‘প্রকৃত শিক্ষার অভাব।’ অনেকে আবার একে ‘ক্ষমতার অহঙ্কার’ বলে আক্রমণ শানিয়েছেন৷
‘মুক্তিযুদ্ধ এবং একাত্তরের ইতিহাস উধাও’ yunus wears shoes at the memorial
আরও একটি পোস্টে শহিদ বুদ্ধিজীবী দিবসে ইউনূসের শ্রদ্ধাজ্ঞাপনের কায়াদা দেখে শ্লেষ ছুড়ে দিয়েছেন তসলিমা৷ তাঁক কথায়, ‘মুক্তিযুদ্ধ এবং একাত্তরের ইতিহাসকে উধাও করে’ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তাঁর প্রশ্ন, ‘দর্শকদের এত বোকা ভাবলে চলবে? তসলিমা লিখেছেন, ‘পোড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপদেষ্টা কে? কে তাঁর স্পিচ রাইটার? একাত্তরের স্বাধীনতাবিরোধীদের কোলের ওপর বসে থেকে তিনি বলছেন একাত্তরের স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি, মনে হচ্ছে, তাঁর বান্ধবী হাসিনার কোনও স্পিচ পুরোটাই নিজের বলে মনে করেছেন। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।’
বহু বাঙালি বুদ্ধিজীবীকে হত্যা
উল্লেখ্য, ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধের সময় বহু বাঙালি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা। এর দু’দিন পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে৷ স্বাধীন দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ৷
Bangladesh: Bangladesh faces turmoil post-Hasina era with rising radicalism and Hindu persecution. President and interim PM pay tribute on Martyrs’ Day. Controversy as Yunus enters memorial with shoes on, shared by Taslima Nasrin.