পদত্যাগ করে ‘পালিয়েছেন’ মা! কী বললেন শেখ হাসিনার ছেলে ওয়াজেদ?

কোটা সংস্কার আন্দোলনের জেরে পদত্যাগে বাধ্য হয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। আজ, সোমবার দুপুরে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা (Sheikh Hasina)। এদিন আড়াইটে নাগাদ একটি…

Portrait of Sheikh Hasina, the Prime Minister of Bangladesh. She is wearing a traditional saree and a scarf draped over her head, with a warm and confident expression

কোটা সংস্কার আন্দোলনের জেরে পদত্যাগে বাধ্য হয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। আজ, সোমবার দুপুরে পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা (Sheikh Hasina)। এদিন আড়াইটে নাগাদ একটি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বঙ্গভবন ত্যাগ করেন শেখ হাসিনা। সন্ধ্যায় দিল্লির গাজিয়াবাদ এয়ারপোর্ট নামেন তিনি।

এদিকে এদিন দুপুরে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন শেখ হাসিনার পুত্র এবং তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সেনাবাহিনীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, দেশে যেন এক মিনিটের জন্যও কোনও অনির্বাচিত সরকার না আসতে পারে। সজীবের প্রশ্ন, এখন (সবার) দাবি সরকারের পতন। সরকারের পতন হওয়ার পর কী হবে? এটা কেউ ভেবেছে?

   

সজীব বলেন, এরপর আন্দোলনকারীদের দাবি সরকারের পতন। কিন্তু সরকারের পতনের পর কী হবে? এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক। সরকার পতন করে নতুন সরকার আসার একটিমাত্র পথ আছে, আর তা হল নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে কোনও অনির্বাচিত এক মিনিটের জন্যও থাকতে পারবে না।

পদত্যাগ করলেও একাধিক রেকর্ড গড়েছেন বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা

ভিডিও বার্তায় কোটা সংস্কার নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান এদিন আবারও তুলে ধরেন জয়। তিনি বলেন, শুরু থেকেই আমরা কোটা সংস্কারে পক্ষে ছিলাম। আমরা তাদের আলোচনায় ডেকেছি, জুডিশিয়াল কমিশন করেছি। কিন্তু আমরা যতই তাদের দাবি মেনে নিই, তাদের দাবি একের পর এক বাড়তে থাকে।

এই দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে, এমনটাই দাবি করেছেন সজীব ওয়াজেদ জয়। তাঁর প্রশ্ন, যদি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা না থাকতো, তাহলে এতো উন্নয়ন হতে পারতো? বাংলাদেশ এতদূর আসতে পারতো? কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশ এতো উন্নয়ন করবে।

ইতিহাসের পুনরাবৃত্তি, আরও একবার সেনার নিয়ন্ত্রণে বাংলাদেশ!

দেশের ভবিষ্যত কী হবে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়। তাঁর কথায়, শেখ হাসিনার পর আপনাদের কী হবে, তা আমার চিন্তার বিষয় না, আমাদের পরিবারেরও চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন। তবে এইভাবে হত্যা করে সংঘর্ষ করে ক্ষমতা দখল করা যাবে না।