নয়াদিল্লি: গত বছর ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে দেশ ছেড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তারপর থেকেই ভারতের প্রতিবেশী দেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা সামনে উঠে এসেছে। ডঃ মদম্মদ ইউনুসের (Muhammad Yunus) অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গত নভেম্বরে বাংলাদেশে প্রায় ৩০ হাজার হিন্দু আন্দোলনে নেমেছিলেন। বাংলাদেশের ঘটনাকে “বর্বরতা” বলে কটাক্ষ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর আদপে কোনও অত্যাচার হয়নি বলে দাবী করলেন মহম্মদ ইউনুস। শুধু তাই নয়, “ভারত সম্পূর্ণ ভুয়ো খবর ছড়িয়েছে” এবং “এই কাজে ভারত ওস্তাদ” বলে মন্তব্য করলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাংলাদেশে হিন্দুদের উপর কি অত্যাচার হয়েছে? প্রশ্নের উত্তরে ইউনুস বলেন, “প্রথমত, এগুলো সব ভুয়া খবর। বর্তমানে ভারতের বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো।”
আদৌ কি তাহলে বাংলাদেশে হিন্দুদের উপর কোনও অত্যাচার হয়নি? প্রশ্নের উত্তরে ইউনুসের (Muhammad Yunus) দাবী, “কিছু দ্বন্দ্ব, কিছু পারিবারিক সমস্যা, জমি সংক্রান্ত বিবাদ ইত্যাদি হয়ে থাকতে পারে। আমি একজন মুসলিম। যদি আমার কোনও হিন্দু প্রতিবেশী থাকেন তাহলে তার সঙ্গে আমার জমি সংক্রান্ত বিবাদ হতেই পারে। এটাকে কি হিন্দু-মুসলিম ইস্যু বলা যায়? একেবারেই না”।
শুধু তাই নয়, বাংলাদেশী হিন্দুদের সম্পর্কে তিনি বলেন, “আমি যখন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দেখা করি, তখন আমি তাঁদেরকে বলি, ‘আমি হিন্দু, তাই আমাকে রক্ষা করো’ এই কথাটি আর বলবেন না। সর্বদা বলুন ‘আমি এই দেশের একজন নাগরিক, তাই রাষ্ট্রের সুরক্ষা পাওয়া আমার অধিকার”।