জনতার ভয়ে ‘পলাতক’ শেখ হাসিনা, পুত্র জয় বললেন- ‘মা আর রাজনীতিতে ফিরবেন না’

বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে ছাত্র আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দিয়ে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত। তিনি পলাতক। বাংলাদেশ থেকে পালিয়ে সাময়িক আশ্রয় নিয়েছেন…

What did her son Sheikh Sajib Joy say about the fate of Sheikh Hasina?

বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে ছাত্র আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দিয়ে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনা ক্ষমতাচ্যুত। তিনি পলাতক। বাংলাদেশ থেকে পালিয়ে সাময়িক আশ্রয় নিয়েছেন ভারতে। নয়াদিল্লির কূটনৈতিক মহলের ইঙ্গিত, বাংলাদেশে নবগঠিক সরকারের প্রতি সমর্থন থাকবে। বাংলাদেশ থেকে ‘পলাতক’ শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে ভারত নিজ দায়িত্বে রাখতে চাইছে না বলেই জানা যাচ্ছে। তিনি ইংল্যান্ডে বোনঝি অথবা আমেরিকায় ছেলের কাছে চলে যেতে পারেন।

হৃদয়বিদারক! কন্যা দেশ ছাড়তেই উন্মত্ত জনতা হাতুড়ি দিয়ে মেরে ভাঙল বঙ্গবন্ধু মুজিবের মূর্তি

   

এসবের মাঝে বিবিসি প্রকাশ করল শেখ হাসিনার পূত্র সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার। তিনি বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। ‘তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।’ জয় বলেন, মা গতকাল (রবিবার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন।

পদত্যাগ করলেও একাধিক রেকর্ড গড়েছেন বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা

সাড়ে ১৫ বছর বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পড়ুযাদের আন্দোলনে সরকার পতন হল।তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।