পড়ুয়াদের মারে বাংলাদেশের আধাসেনা রক্ষীরা কাঁদছে, রাতেই ঢাকায় নামল আর্মি

‘এক্কেরে মাইরা ফেলামু…হারাম..দা’। লাঠি ও ঘরোয়া অস্ত্রসহ বিপুল ছাত্র-জনতার ঘেরাওয়ে ভয়ে কাঁপছে বাংলাদেশের (Bangladesh) বহুল চর্চিত আধাসেনা ‘আনসার’ বাহিনী (Ansar Guards Violence)। বহু রক্ষীকে বন্দি…

‘এক্কেরে মাইরা ফেলামু…হারাম..দা’। লাঠি ও ঘরোয়া অস্ত্রসহ বিপুল ছাত্র-জনতার ঘেরাওয়ে ভয়ে কাঁপছে বাংলাদেশের (Bangladesh) বহুল চর্চিত আধাসেনা ‘আনসার’ বাহিনী (Ansar Guards Violence)। বহু রক্ষীকে বন্দি করে রেখেছে ছাত্র-ছাত্রীরা। তাদের ঘেরাও ও আক্রমণে হাজারের বেশি রক্ষী পলাতক। যারা বন্দি তাদের রক্ষা করতে এসেছে সেনা। ঢাকা গরম। গোটা বাংলাদেশে (Bangladesh) ছড়িয়েছে ফের ছাত্র ক্ষোভ।

চাকরি জাতীয়করণের দাবিতে আনসার রক্ষীরা রবিবার সরকারের সচিবালয় ঘেরাও করেন। তারা কয়েকজন ছাত্র নেতাকে তাটকে রাখলে শুরু হয় পড়ুয়াদের হামলা। দুপক্ষের সংঘর্ষ চলে। ছাত্র-ছাত্রীদের মারে আধাসেনা রক্ষীরা পিছু হটে।

   

আনসার বাহিনী সংযুক্ত পাকিস্তান আমল থেকেই জননিরাপত্তাসহ বিভিন্ন কাজে নিযুক্ত। পাকিস্তান ভেঙে বাংলাদেশস তৈরির পর এই রক্ষীদলটি পুলিশের পাশাপাশি নিরাপত্তার কাজে নিযুক্ত।

সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়মের সংস্কার চেয়ে পড়ুয়াদের আন্দোলন ও গণবিক্ষোভে পদ্মাপারের রাজনৈতিক পালাবদল হয়েছে কুড়ি দিন আগে। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। আওয়ামী লীগের টানা চার দফার সরকার পতনের কুড়ি দিনের মাথায় ফের গরম বাংলাদেশের রাজধানী ঢাকা। এবারও রণমূর্তি নিয়েছেন পড়ুয়ারা। তাদের ঘেরাও ও মারে পালালেন বাংলাদেশের আধাসেনা আনসার রক্ষীরা। বহু রক্ষী বন্দি।

পড়ুয়াদের অভিযোগ, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ষড়যন্ত্র চলছে। তার নির্দেশে আওয়ামী লীগ ও আনসার রক্ষীরা মিলে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিল। এই কারণে আনসার রক্ষীরা সরকারের সচিবালয় ঘেরাও করেছিল। বিকেলে বন্যা ত্রাণের গাড়ি আটকে বিক্ষোভ করতে দেখা যায় আনসার রক্ষীজের। শিক্ষার্থীরা দাবি তোলেন ষড়যন্ত্র চলছে।

সচিবালয় ঘেরাও তুলে নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের তরফে অনুরোধ করা হয়। ঘেরাও থেকে হটেনি আনসার রক্ষীরা। সচিবালয়ের ভিতরে থাকা কয়েকজন ছাত্র নেতা সামাজিক মাধ্যমে ঘেরাও মুক্ত করার আহ্বান জানান। শুরু হয় আনসার রক্ষীদের উপর ছাত্র জনতার পাল্টা হামলা।

ছাত্রদের চাপে পিছু হটতে থাকে আনসার রক্ষীরা। দেখা যায় তারা নিজেদের ইউনিফর্ম খুলে পালাচ্ছে। বহু রক্ষীকে দড়ি বেঁধে রেখে পড়ুয়ারা মেরে ফেলার হুমকি দেয়। পরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে আন্দোলনের স্থগিতের ঘোষণা করেন আনসার আন্দোলনের সমন্বয়ক নাসির মিঞা।