Bangladesh News: বাংলাদেশে দুই ইসলামি ধর্ম প্রচারক ভক্তদের সংঘর্ষ, ঢাকায় নিহত একাধিক

বাংলাদেশে (Bangladesh) প্রতিবছর অনুষ্ঠিত হয় ইসলাম অনুসারাদীর বিপুল সমবেশে ‘বিশ্ব ইজতেমা’। ঢাকায় (Dhaka) তুরাগ নদীর তীরে সেই ধর্ম সমবেশের স্থান দখল ঘিরে দুই ইসলাম প্রচারকদের…

Miscreants Exploit SIM Cards to Evade BSF Surveillance at India-Bangladesh Border

বাংলাদেশে (Bangladesh) প্রতিবছর অনুষ্ঠিত হয় ইসলাম অনুসারাদীর বিপুল সমবেশে ‘বিশ্ব ইজতেমা’। ঢাকায় (Dhaka) তুরাগ নদীর তীরে সেই ধর্ম সমবেশের স্থান দখল ঘিরে দুই ইসলাম প্রচারকদের ভক্তরা সংঘর্ষে জড়ালেন। রক্তাক্ত পরিস্থিতি। নিহত একাধিক। (Violence Erupts at Bishwa Ijtema)

সংঘর্ষে আহত শতাধিক  Violence Erupts at Bishwa Ijtema

‘সমকাল’ সংবাদপত্র জানাচ্ছে, “বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহ‌মেদ ও মাওলানা সাদ কান্দল‌ভি অনুসা‌রি‌দের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক। মঙ্গলবার রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।”

   

সাদপন্থীদের পাল্টা হামলা Violence Erupts at Bishwa Ijtema

‘ইত্তেফাক’ জানাচ্ছে, বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষের পর ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে সাদপন্থীরা। স্থানীয়রা জানিয়েছে, সাদপন্থীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলেই ভিতর থেকে জুবায়েরপন্থিরা ইটনিক্ষেপ করে। সাদপন্থীরাও পালটা হামলা চালায়।ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

দুই ধর্ম প্রচারকের ভক্তরা পরস্পর বিরোধী Violence Erupts at Bishwa Ijtema

মাওলানা সাদ ভারতীয়। গত ৫ আগস্ট গণবিক্ষোভে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সাদপন্থীরা বাংলাদেশে কোণঠাসা। মুহাম্মদ সাদ কান্ধলভি১৯৬৫) একজন ভারতীয় মুসলিম পণ্ডিত এবং প্রচারক। তার বিপুল ভক্ত রয়েছেন বাংলাদেশে। আর তার প্রতিপক্ষ মাওলানা জুবায়ের আহ‌মেদ বাংলাদেশি। তারও বিপুল ভক্ত আছেন। এই দুই ধর্ম প্রচারকের ভক্তরা পরস্পর বিরোধী।

এই ঘটনায় ইজতেমা ময়দান এলাকায় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকার টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেছেন, ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 Bangladesh: Violence erupts at Bishwa Ijtema in Bangladesh as followers of Maulana Jubayer and Maulana Saad clash over venue. Multiple fatalities and injuries reported amid the religious gathering.