ঢাকা: বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে পরিকল্পিত দমনপীড়ন শুরু হয়েছে, তার সাম্প্রতিকতম শিকার হলেন রাজবাড়ির যুবক রিপন সাহা (৩০)। স্রেফ পেট্রোলের বকেয়া টাকা চাওয়ায় তাঁকে ল্যান্ড ক্রুজার গাড়ি চাপা দিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক প্রাক্তন বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে। রাজবাড়ি সদর উপজেলার এই পৈশাচিক ঘটনা ফের প্রমাণ করল, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা বর্তমানে খাদের কিনারায়।
পৈশাচিকতা রাজবাড়িতে
রাজবাড়ির একটি পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন রিপন সাহা। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রাক্তন বিএনপি নেতা আবুল হাশেম তাঁর বিলাসবহুল গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরে টাকা না দিয়েই চম্পট দেওয়ার চেষ্টা করেন। কর্তব্যরত রিপন বাধা দিতে গেলে হাশেম ও তাঁর চালক হিংস্রভাবে রিপনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করলেও রাজনৈতিক প্রভাবে অপরাধীদের শাস্তি হওয়া নিয়ে সন্দিহান স্থানীয় হিন্দু সমাজ।
হিন্দু হত্যার ধারাবাহিকতা: খোকন থেকে রিপন violence against Hindus in Bangladesh
ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশে হিন্দু নিধন এখন আর বিচ্ছিন্ন কোনও অপরাধ নয়, বরং এক নিয়মিত ‘প্যাটার্ন’-এ পরিণত হয়েছে। গত কয়েক মাসের পরিসংখ্যান শিউরে ওঠার মতো:
৩ ও ৭ জানুয়ারি: খোকন চন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। তার ঠিক কয়েক দিন পরেই উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে খালে ঝাঁপ দিয়ে প্রাণ হারান মিঠুন সরকার। একই দিনে এক হিন্দু দোকানদারকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হয়।
ডিসেম্বরের অন্ধকার: ২৪ ডিসেম্বর রাজবাড়ির পাংশায় প্রবীণ অমৃত মণ্ডলকে পিটিয়ে মারা হয়েছিল।
দীপু দাস হত্যাকাণ্ড: যাকে নৃশংসভাবে পিটিয়ে প্রকাশ্যে আগুন লাগিয়ে মারা হয়েছিল, যা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বীভৎস প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
তলানিতে কূটনৈতিক সম্পর্ক, কাঠগড়ায় ইউনূস সরকার
৫ অগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর দখল, উপাসনালয় ভাঙচুর এবং বেছে বেছে হত্যার ঘটনা নিয়ে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বেড়েছে। ভারত সরকার বারবার হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানালেও মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্ষেত্রে নির্বিকার বলে অভিযোগ। দিল্লির মতে, ওপার বাংলায় উগ্রপন্থী শক্তির এই আস্ফালন দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্ককে এক হিমশীতল পর্যায়ে নিয়ে গিয়েছে।
মানবাধিকারের বুলি আউড়ালেও ঘরের ভেতর হিন্দুদের এই রক্তক্ষরণ রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা আজ বিশ্ববাসীর সামনে স্পষ্ট। প্রশ্ন উঠছে, এই লাশের মিছিল কি তবে চলতেই থাকবে?
Bangladesh: A Hindu youth was allegedly run over and killed in Bangladesh’s Rajbari for demanding unpaid petrol dues, with a former BNP leader accused. The incident adds to growing concerns over targeted violence against minorities following the country’s recent political changes.
