মোদীর বন্ধু ট্রাম্পের বাংলাদেশ প্রেম! বাণিজ্যে ভারতের থেকে কম শুল্ক ধার্য

আব কি বার ট্রাম্প সরকার বলেছিলেন মোদী। সেটা ট্রাম্পের প্রথম দফা। পরে বন্ধু ট্রাম্প দ্বিতীয়বার সরকারে আসার পর ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক ধার্য…

us bangladesh tariffs

আব কি বার ট্রাম্প সরকার বলেছিলেন মোদী। সেটা ট্রাম্পের প্রথম দফা। পরে বন্ধু ট্রাম্প দ্বিতীয়বার সরকারে আসার পর ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছেন। এতে ভারত-মার্কিন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে ভূমিকম্প দুলুনি! কম্পন তরঙ্গের দোলা লাগল বাংলাদেশেও (us bangladesh tariffs)।

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এই নতুন শুল্ক হার ঘোষণা করা হয়। এই শুল্ক হার আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে মার্কিন প্রশাসন বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল।

   

গত ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে ৯ এপ্রিল ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়।

পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশের পাল্টা শুল্ক ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। এরপর বাংলাদেশের জন্য আরও ১৫ শতাংশ শুল্ক হার কমিয়ে ট্রাম্পের চমক।

Advertisements

এক নজরে বিভিন্ন দেশে নতুন মার্কিন শুল্ক হার
পাকিস্তান ১৯ %
আফগানিস্তান ১৫ %
শ্রীলঙ্কা ২০ %
মায়ানমার ৪০ %
ব্রাজিল ১০ %
ইন্দোনেশিয়া ১৯ %,
মালয়েশিয়া ১৯ %
ভিয়েতনাম ২০ %
ফিলিপাইনস ১৯ %
তুরস্ক ১৫ %

বিবিসি জানিয়েছে,মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত নতুন শুল্কহার এশিয়ার দেশগুলোর ওপর বড় আঘাত হেনেছে। এই অঞ্চলের দু’টি বড় বাণিজ্যিক অংশীদার ভারত ও তাইওয়ান। এই দুই দেশ যথাক্রমে ২৫ শতাংশ ও ২০ শতাংশ শুল্কের আওতায় পড়েছে। যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সময়ের মাঝেই চুক্তি করতে পেরেছে, তাদের ওপর তুলনামূলক কম শুল্ক আরোপ করা হয়েছে। এই তালিকায় থাকা দেশগুলো হলো জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনস।