বাংলাদেশের (Bangladesh) অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে পড়শি ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন।রাষ্ট্রসংঘের নিয়ম মেনে যদি বাংলাদেশে শান্তিরক্ষী ( UN Peacekeeping Force) পাঠানো যায়, তাহলে সেই ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি তিনি অনুরোধ জানাচ্ছেন। মমতার এমন মন্তব্যের প্রতিক্রিয়া দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। (un peacekeeping bangladesh reaction)
জবাব দিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী un peacekeeping bangladesh reaction
মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত।
বাংলাদেশের সংবাদপত্র ‘ইত্তেফাক’.জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা (অবসরপ্রাপ্ত) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করেন। তিনি বলেন, ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো দেশের মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিশানা un peacekeeping bangladesh reaction
সমকাল জানিয়েছে, আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনে স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘আমার মনে হয়, তার দেশেই শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। তার দেশে সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে। এজন্যই মনে হয়, তিনি তার দেশের জন্য শান্তিরক্ষী বাহিনী চাচ্ছেন। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। আগে যে অবস্থা ছিল এখনও সেই অবস্থা আছে।
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। সংলাপ ইতিবাচক দিক, খুবই ভালো বিষয়। সবাই একসঙ্গে দেশের হয়ে প্রতিবাদ করব।’
মহম্মদ তৌহিদ হোসেনের মন্তব্য bangladesh reaction
মমতা ব্যানার্জি কেন বাংলাদেশে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রসঙ্গ আনলেন এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন মমতার এই বক্তব্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক পদক্ষেপ নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটা তার জন্য সঠিক পদক্ষেপ নয়। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়ে থাকেন। উনি (মমতা) এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না। আমার মতে, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য হয়তো সহায়ক হবে না
কূটনৈতিক সম্পর্ক আরও গরম
ইসকন থেকে বহিষ্কৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, তার গ্রেফতারের ইস্যুতে ভারতে চলছে হিন্দুত্ববাদী সংগঠনগুলির বিক্ষোভ। ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলা হয়। এর জেরে কূটনৈতিক সম্পর্ক আরও গরম। পরে ভারতের তরফে দূতাবাসে হামলার ঘটনায় বিবৃতি দিয়ে দু:খ প্রকাশ করা হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করে বলেন, বন্ধুত্ব থাকবে।
বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন আরও বলেছেন, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী পর্বে যোগ দিতে চলতি মাসের মাঝামাঝিতে ঢাকা সফর করবেন।
Bangladesh: West Bengal CM Mamata Banerjee suggests sending UN peacekeeping forces to Bangladesh amidst internal turmoil. Bangladesh’s interim government, led by Muhammad Yunus, responds critically, suggesting peacekeepers are needed in India instead.