ব্রিটেনে মন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ, উচ্ছসিত মাসি হাসিনা

প্রসেনজিৎ চৌধুরী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানাকে ব্রিটেনের রাজনীতিতে (UK Election 2024) বলা হয় বাংলাদেশের ‘ছায়া প্রধানমন্ত্রী’। শেখ হাসিনার পাশে সর্বদা ‘নীরব’…

প্রসেনজিৎ চৌধুরী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানাকে ব্রিটেনের রাজনীতিতে (UK Election 2024) বলা হয় বাংলাদেশের ‘ছায়া প্রধানমন্ত্রী’। শেখ হাসিনার পাশে সর্বদা ‘নীরব’ দেখা যায় রেহানাকে। ঢাকার রাজনীতিতে বিরোধীপক্ষ অনবরত বলে যায় রেহানার হাতেই আছে গণভবনের কর্তৃত্ব। ‘গণভবন’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। প্রকাশ্যে কোনও বিষয়ে শেখ রেহানাকে খুব একটা মন্তব্য করতে দেখা যায় না। এমন ভূমিকা নিয়েই ঢাকা-লন্ডনের রাজনীতিতে মিশে আছেন শেখ রেহানা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মা বেগম ফজিলতুন্নেসা শেখ সহ প্রায় পুরো পরিবারকেই খুন করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সেই অভ্যুত্থানের দিন দিদি শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে ছিলেন শেখ রেহানা। এই গণহত্যার পর ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। দেশ থেকে বিতাড়িত বঙ্গবন্ধুর দুই কন্যা। নির্বাসিত অবস্থায় শেখ রেহানার বিয়ে দেন শেখ হাসিনা। শুরু হয় তাঁর পারিবারিক জীবন। স্বামী শফিক আহমেদ সিদ্দিক। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন শেখ রেহানা। সেই আবেদন মঞ্জুর হয়। পরে বাংলাদেশে ফিরলেও তিনি ব্রিটেনের সঙ্গে বিশেষ সংযোগ রাখেন।

   

তিন সন্তানের জননী শেখ রেহানা। পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি আর দুই কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। বিবাহসূত্রে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিকত্ব পান। তিনি ব্রিটেনের লেবার পার্টির হেভিওয়েট সদস্য। বারবার নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। এবারের ভোটেও জয়ী। লেবার পার্টি সরকার গড়বে। বঙ্গবন্ধু দৌহিত্রী টিউলিপ সিদ্দিক হচ্ছেন ব্রিটেনের মন্ত্রী।

রামভক্ত ঋষি সুনাক ক্ষমতাচ্যুত, ব্রিটেনের ক্ষমতায় কে এই ‘উগ্র বাম’ কিয়ের স্টারমার?

ব্রিটেনের নির্বাচনে মেয়ের জয়ে উল্লসিত শেখ রেহান। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির সাংসদ তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীর চেয়ে লেবার পার্টির টিউলিপ প্রায় দ্বিগুণ ভোটে জিতেছেন। টিউলিপ পেয়েছেন ২৩ হাজার ৪৩২ ভোট। 

লন্ডনে বোনঝির জয়ের সংবাদে ঢাকায় উচ্ছসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র মারফত জানা যাচ্ছে, বিজয় নিশ্চিত হতেই মা ও খালা (মাসি)-এর সঙ্গে ফোনে কথা বলেন টিউলিপ সিদ্দিক। বোনঝিকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। টিউলিপকে শুভেচ্ছা জানান শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও পুত্র সজীব ওয়াজেদ জয়।

ব্রিটেনের নির্বাচনে বাংলাভাষী তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের সিংহভাগ গেছে লেবার পার্টির ঘরে। এই দলের রুশনারা আলী পুনরায় জয়ী। এছাড়া আপসানা বেগমসহ একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত মহিলা জয়ী। বেশিরভাগই ব্রিটেনের মধ্য-বামপন্থী লেবার পার্টির সদস্য।

UK Election 2024: এবার ৪০০ পার? শ্রমিক পার্টির দখলেই ব্রিটেন, প্রধানমন্ত্রী ‘উগ্র বামপন্থী’

টিউলিপ সিদ্দিক ব্রিটেনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিশু ও প্রাথমিক শিক্ষা বিষয়ক ছায়া মন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালন উল্লেখযোগ্য। ২০১৯ সালে টিউলিপ সিদ্দিক ইভনিং স্ট্যান্ডার্ডের প্রগ্রেস ১০০০ জনের তালিকায় লন্ডনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে স্থান পেয়েছিলেন। ২০১৫ সালের মে মাসে তিনি প্রথমবার লন্ডনের হ্যাম্পস্টেড এবং কিলবার্ন থেকে ব্রিটেনের হাউস অব কমন্সে নির্বাচিত হন ।