বিক্ষোভের গেরোয় বাংলাদেশিরা, ভিসা বন্ধ করে আমিরি শাস্তি

বাঘে ছুঁলে আঠারো ঘা হয় আর আমির ছুঁলে কী হয় তা হাড়ে হাড়ে টের পেলেন প্রবাসী বাংলাদেশিরা (Bangladesh)। নিজ দেশের বিক্ষোভে গলা মিলিয়ে ভিনদেশের আইন…

UAE government has stopped issuing visas to Bangladeshis

বাঘে ছুঁলে আঠারো ঘা হয় আর আমির ছুঁলে কী হয় তা হাড়ে হাড়ে টের পেলেন প্রবাসী বাংলাদেশিরা (Bangladesh)। নিজ দেশের বিক্ষোভে গলা মিলিয়ে ভিনদেশের আইন অমান্য করে শোরগোল করার ফল কঠিন হল। সংযুক্ত আরব আমিরশাহির (UAE) সরকার আপাতত আর কোনও বাংলাদেশিকে ভিসা দিচ্ছে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকার আমিরশাহি দূতাবাসকে ভিসা প্রদান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অর্থাৎ এখন বাংলাদেশিদের কাছে আমিরশাহির অন্যতম শাহি দুবাই এখন অধরা

সংযুক্ত আরব আমিরশাহির দুবাই শহরটি হল আন্তর্জাতিক উড়ানের অন্যতম জংশন। ইউরোপ-আমেরিকা যেতে হলে দুবাই থেকেই পরবর্তী উড়ান শুরু হয়। সেক্ষেত্রে ভিসা ব্যবস্থায় কড়াকড়ির কারণে শুধু আমিরশাহিতে প্রবেশই নয় অন্যান্য গন্তব্যেও বাংলাদেশিদের যাতায়াতে সমস্যা তৈরি হল।

   

Budget 2024: ‘পল্টুরাম’ নীতীশ সন্তুষ্ট নন বাজেটে! অঢেল পেয়েও বিহারে আবার বদলের সাসপেন্স?

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ছড়ায় গণবিক্ষোভ। বাংলাদেশ সরকারের দাবি, পড়ুয়াদের আন্দোলনকে ব্যবহার করে জামাত ইসলামিসহ বিভিন্ন উগ্র ইসলামি সংগঠন রক্তাক্ত পরিস্থিতি তৈরি করেছিল। বিভিন্ন দেশে বসবাসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও বিক্ষোভ দেখান। নিজ দেশের সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতে আমিরশাহির দুবাইয়ে বিক্ষোভ করেন কিছু প্রবাসী বাংলাদেশি।

দুবাই প্রশাসনের নিয়ম ভাঙায় ৫৭ জন বাংলাদেশিকে আটক করে আমিরশাহি সরকার। তিন বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি ৫৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। দুবাইয়ে বিক্ষোভের জেরে বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছে আমিরশাহির সরকার।

বাংলাদেশের সরকারে থাকা দল আওয়ামী লীগের অভিযোগ, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে থাকা জামাত ইসলামি ও বিএনপি সমর্থকরা ভু়য়ো প্রচার ও বিক্ষোভ করে চলেছে। জামাত ও বিএনপির অভিযোগ, বাংলাদেশে শেখ হাসিনার সরকার গণহত্যা চালিয়েছে। বিদেশে বিএনপি-জামাতের সমর্থকরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি জানান, লন্ডনে বাংলাদেশ দূতাবাসেও হামলার ষড়যন্ত্র করছে বিএনপি-জামাত।

লন্ডনে রাজনৈতিক আশ্রয় নেওয়া বিএনপির বর্তমান সুপ্রিমো তারেক রহমান জানান বাংলাদেশ সরকারের গণহত্যার বদলা নিতে দেশবাসী তৈরি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক সেনাবাহিনীকেও বিদ্রোহে নামার বার্তা দেন।